০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি’র অভিযোগ

####

পাইকগাছার দেলুটি’র মধুখালীতে বাড়ীর পথে ঘেরা-বেড়া,বাথরুম ও ইট রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন সমাধান না হওয়ায় ভুক্তভোগী পরিবার প্রতিকারের আশায় থানায় অভিযোগ করেছেন। জনাগেছে, জমির বিরোধ ও পারিবারিক দ্বন্দ্বে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
মধুখালীর মৃতঃ মনোহর মন্ডলের ছেলে অজয় মন্ডল (৬৮) জানান, আমি ও আমার স্ত্রী আরতী মন্ডল এসএ,১৯৪ খতিয়ানের ১৯০ দাগের ৪শতক জমি গত ১৭-২-৯৯ সালে ৮২১ নং রেজিঃ দানপত্র মূলে স্থানীয় সার্বজনীন পূজা মন্দিরের লিখে দেই। এর পর থেকে জমি ও পারিবারিক বিরোধের জেরে আমার বাড়ির পথে ঘেরা-বেড়া ও বাথরুম তৈরী করে চলাচলে প্রতিবন্ধকতা ও বাঁধা সৃষ্টি করায় ইতোপুর্বে প্রকাশ মন্ডল ও সুব্রত মল্লিকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করা হলে নানা কারনে তার প্রতিকার মেলেনি।
অজয় মন্ডল অভিযোগ করেন, চলাচল পথ নিয়ে তর্ক-বির্তকের জেরে ৩১ মার্চ রাত ৮ টার দিকে সতীষ মন্ডলের ছেলে অমর মন্ডল ও সমর মন্ডলসহ অনেকে আমার উপর ক্ষিপ্ত হয়ে মারপিটের চেষ্টা চালায়। এ ঘটনায় তিনি মঙ্গলবার অমর-সমর মন্ডল ও ছেলে গৌবিন্দ,প্রিতম মল্লিক,জয় বিশ্বাস,প্রভাষ রায়সহ আরো অনেকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
এ অভিযোগ সম্বন্ধে মোবাইলে জানতে চাইলে স্থানীয় পূজা মন্দির কমিটির সভাপতি প্রকাশ মন্ডল পথের বিষয়টি এড়িয়ে যেয়ে বলেন, আমি এখন মন্দিরের দায়িত্ব নেই। তিনি স্বীকার করেন ঘটনার সময় কিছু যুবক মারপিট করতে উদ্যত হয়।
ওসি মোঃ সবজেল হোসেন জানান,ঘটনাস্থলে একজন পুলিশ অফিসার’ পাঠিয়ে তদন্ত করে নিস্পত্তি’র চেষ্টা করা হবে।
এ বিষয়ে দেলুটি ইউপি’র প্যানেল চেয়ারম্যান সুকুমার কবিরাজ জানান, জমি ও পারিবারিক বিরোধে সৃষ্ট সমস্য সমাধানের জন্য দু’পক্ষের মধ্যে বসবসির উদ্যোগ নেওয়া হয়েছে। ##

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

sunil Dhash

জনপ্রিয়

খুলনায় ফেসবুকে প্রেমের ফাঁদের অপহরণ চক্রের মূলহোতা গ্রেপ্তার, অপহৃত নারী ও টাকা ‍উদ্ধার

পাইকগাছায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি’র অভিযোগ

আপডেট সময় : ০৬:১৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫

####

পাইকগাছার দেলুটি’র মধুখালীতে বাড়ীর পথে ঘেরা-বেড়া,বাথরুম ও ইট রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন সমাধান না হওয়ায় ভুক্তভোগী পরিবার প্রতিকারের আশায় থানায় অভিযোগ করেছেন। জনাগেছে, জমির বিরোধ ও পারিবারিক দ্বন্দ্বে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
মধুখালীর মৃতঃ মনোহর মন্ডলের ছেলে অজয় মন্ডল (৬৮) জানান, আমি ও আমার স্ত্রী আরতী মন্ডল এসএ,১৯৪ খতিয়ানের ১৯০ দাগের ৪শতক জমি গত ১৭-২-৯৯ সালে ৮২১ নং রেজিঃ দানপত্র মূলে স্থানীয় সার্বজনীন পূজা মন্দিরের লিখে দেই। এর পর থেকে জমি ও পারিবারিক বিরোধের জেরে আমার বাড়ির পথে ঘেরা-বেড়া ও বাথরুম তৈরী করে চলাচলে প্রতিবন্ধকতা ও বাঁধা সৃষ্টি করায় ইতোপুর্বে প্রকাশ মন্ডল ও সুব্রত মল্লিকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করা হলে নানা কারনে তার প্রতিকার মেলেনি।
অজয় মন্ডল অভিযোগ করেন, চলাচল পথ নিয়ে তর্ক-বির্তকের জেরে ৩১ মার্চ রাত ৮ টার দিকে সতীষ মন্ডলের ছেলে অমর মন্ডল ও সমর মন্ডলসহ অনেকে আমার উপর ক্ষিপ্ত হয়ে মারপিটের চেষ্টা চালায়। এ ঘটনায় তিনি মঙ্গলবার অমর-সমর মন্ডল ও ছেলে গৌবিন্দ,প্রিতম মল্লিক,জয় বিশ্বাস,প্রভাষ রায়সহ আরো অনেকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
এ অভিযোগ সম্বন্ধে মোবাইলে জানতে চাইলে স্থানীয় পূজা মন্দির কমিটির সভাপতি প্রকাশ মন্ডল পথের বিষয়টি এড়িয়ে যেয়ে বলেন, আমি এখন মন্দিরের দায়িত্ব নেই। তিনি স্বীকার করেন ঘটনার সময় কিছু যুবক মারপিট করতে উদ্যত হয়।
ওসি মোঃ সবজেল হোসেন জানান,ঘটনাস্থলে একজন পুলিশ অফিসার’ পাঠিয়ে তদন্ত করে নিস্পত্তি’র চেষ্টা করা হবে।
এ বিষয়ে দেলুটি ইউপি’র প্যানেল চেয়ারম্যান সুকুমার কবিরাজ জানান, জমি ও পারিবারিক বিরোধে সৃষ্ট সমস্য সমাধানের জন্য দু’পক্ষের মধ্যে বসবসির উদ্যোগ নেওয়া হয়েছে। ##