####
খুলনা পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্কশপে অভিযান চালিয়ে ২৬ লাখ টাকার অনিয়ম পেয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। মঙ্গলবার (০১জানুয়ারি) বিকেলে নগরীর জোড়াগেটে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ অনিয়ম পায় দুদক।
খুলনা দুদকের উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, খুলনা পানি উন্নয়ন বোর্ডের প্রজেক্টের একটি প্রকল্পের কাজ ছিলো ৩২ লক্ষ ৯৬ হাজার ১০১ টাকার। এ কাজের মধ্যে ৭টি আইটেম রয়েছে। ৫টি মেরামতের যা স্বল্প মূল্যের এবং ২টি ম্যেকানিকাল কাজ যেগুলো ২৬ থেকে ২৭ লক্ষ টাকা হবে। আমরা সরেজমিনে বিশেষজ্ঞ দিয়ে তদন্ত করে দেখেছি। ম্যেকানিকাল যে দুইটি কাজ রয়েছে যার মূল্য ২৬ থেকে ২৭ লক্ষ টাকা সে কাজের কোন হদিস পাওয়া যায়নি। বাকি মেরামতের ৫টি কাজের মধ্যেও ব্যাপক অনিয়ম রয়েছে।
তিনি আরও বলেন, অভিযানকালে প্রকল্পটির সিভিল ও মেকানিক্যাল দুটি কাজেই মানহীন ও নিম্নমানের পুরাতন সরঞ্জাম ব্যবহার, কাজ শেষ হবার আগে ঠিকাদারকে বিল প্রদানসহ নানা অনিয়মের প্রমাণ দেখতে পান দুদক কর্মকর্তারা। এছাড়া কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ওয়ার্কশপের ভেতরের পরিত্যক্ত গোডাউনের ইট প্রকল্পের কাজে ব্যবহার ও নিয়ম বহির্ভূতভাবে স্ক্রাব মালামাল কালো বাজারে বিক্রির প্রস্তুতির প্রমাণ পান তারা। এদের অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযানে দুদকের উর্ধ্বতন কর্মকর্তাসহ গণপূর্ত ও সড়ক বিভাগের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। ##
<p style="text-align: center;">উপদেষ্টা : এস এম নুর মোহাম্মদ টুলু,<strong> প্রকাশক-সম্পাদক : সুনীল দাস</strong>, চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ।</p><p style="text-align: center;">অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা-৯১০০।</p><p style="text-align: center;">যোগাযোগ : dainikmadhumati@gmail.com newsdainikmadhumoti@gmail.com Office No : 01871330235 Editor : 01712680702</p><p style="text-align: center;"><br></p>
Copyright © 2025 দৈনিক মধুমতি. All rights reserved.