
####
ফিলিস্তিনে গণহত্যা এবং নাগপুরে মুসলিম নিপিড়নের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন। শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজের পর নগরীর বায়তুর নূর মসজিদ এলাকা থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র নেতৃবৃন্দ ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলা ও ভারতের নাগপুরে মুসলিমদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন খুলনা মহানগরের সভাপতি মুফতি আমানুল্লাহ। সমাবেশে বক্তৃতা করেন ইসলামী আন্দোলন খুলনা মহানগরের সহসভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, খুলনা মহানগর সভাপতি মোহা. মাহদী হাসান মুন্না, খুলনা জেলা জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম, নগর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, খালিদ সাইফুল্লাহ, মুফতি আমিরুল ইসলাম, মোহাম্মদ মঈন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুনসহ নেতৃবৃন্দ। ##