
####:
ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর চলমান বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে আজ কচুড়িয়া বাজার হাজ্বী ছাবের মোল্লা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয়। সোমবার ২১ এপ্রিল বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সনামধন্য বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে এ কর্মসূচিতে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি সংহতি প্রকাশ করা হয়। র্যালিটি বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, “ফিলিস্তিনে যা ঘটছে তা মানবতার বিরুদ্ধে একটি ভয়াবহ অপরাধ। আমরা এর নিন্দা জানাই এবং বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাই, যেন অতি দ্রুত এই হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিন্দু প্রসাদ বিশ্বাস ও সহকারী শিক্ষক আজিয়ার রহমান সহ অন্যান্য শিক্ষকরা এই মানবিক প্রতিবাদে সক্রিয় ভূমিকা রাখেন। কর্মসূচি শেষে শহীদ ফিলিস্তিনি নাগরিকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।