
####
খুলনার বটিয়াঘাটায় কৃষিতে প্রয়োজনীয় চিরায়ত জ্ঞান সনাক্তকরণ ও সংরক্ষণের জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯জুন) বটিয়াঘাটা উপজেলা বিএডিসি মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন লোকজ-এর উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ত্ব করেন লোকজ-এর নির্বাহী পরিচালক দেব প্রসাদ সরকার।সমন্বয়কারী পলাশ দাশের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন মৈত্রী কৃষক ফেডারেশনের সভাপতি রবীন্দ্র নাথ মন্ডল, সাধারণ সম্পাদক বিভাষ মন্ডল, সাংবাদিক সোহাবর মুন্সি, কৃষির সর্বোত্তম চর্চাকারী স্থানীয় কৃষক সুব্রত মন্ডল, নাজনিন আক্তার নিপা, বাসুদেব মন্ডল, শ্যামল সরকার, সুখেন্দু বাঁছাড়, মৌফারসের আলম লেনিন, মিলন কান্তি মন্ডল ও দিপংকর কবিরাজ প্রমুখ।
কর্মশালায় কৃষির সর্বোত্তম অনুশীলন, নির্দেশিকা, কেস স্টাডি, গল্প বলা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা নাজনিন আক্তার নিপার ভেষজ বাগান, সুব্রত ম-লের মাল্টা ও চুইঝালের চাষ ব্যবস্থাপনা এবং বাসুদেব ম-লের নতুন ধানের জাত উদ্ভাবনের কেসস্টাডি গ্রুপ ওয়ার্কের মাধ্যমে প্রস্তুত করেন এবং উপস্থাপন করেন।
কর্মশালার আলোচনায় কৃষিতে প্রয়োজনীয় জ্ঞান সনাক্তকরণ ও সংরক্ষণের জন্য একটি কাঠামোগত পদ্ধতি অনুসরণ করা হয়। এই প্রক্রিয়াটি জ্ঞান ব্যবস্থাপনার অংশ, যাতে কৃষি সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ জ্ঞান ধরে রাখা, হালনাগাদ করা এবং কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়। জ্ঞান সনাক্তকরণ, আহরণ, সংগঠিতকরণ, সংরক্ষণ, জ্ঞান হালনাগাদ, বিতরণ এবং প্রয়োগ ও মূল্যায়ণ ধাপগুলো পরিচালনার মাধ্যমে কৃষিতে কৃষকের অর্জিত জ্ঞান ভবিষ্যতে মাঠ র্পযায়ে প্রয়োগের মাধ্যমে সামগ্রিক কৃষির উন্নয়ন করা সম্ভব হবে বলে মতামত ব্যক্ত করা হয়। ##