
####
“ তথ্য হোক সত্য গনমাধ্যম চাই মুক্ত, গনমাধ্যমের মুক্তি, গনতন্ত্রের শক্তি” শ্লোগান কে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসপালিত হয়েছে। একশন এইড বাংলাদেশের সহযোগিতায় ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) উদ্যোগে বৃহস্পতিবার (৮ মে) সকালে এক বর্ণাঢ্য র্যলি বের হয়। র্যলিটি বাগেরহাট এলজিডি চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দশানি, ধানসিঁড়ি হোটেল এর সামনে এসে শেষ হয়। র্যালিতে সাংবাদিক, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালি শেষে ধানসিড়ি ট্রেনিং সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান লিটন এ রসভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন একশন এইড বাংলাদেশের সুশীল প্রকল্পের পোগ্রাম অফিসার এম.ডি হাফিজুর রহমান, ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ এর ফিল্ড কোর্ডিনেটর হাসান মাহামুদ জসীম, সুশীল সমাজের নাগরিক গোপিনাথ সাহা ও নার্গিস আক্তার ইভা সহ স্থানীয় গণমাধ্যমকর্মী, ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ। উক্ত আলোচনা সভায় বাগেরহাট এর কয়েকটি এনজিও সংস্থা অংশগ্রহন করেন।
বক্তারা তাদের বক্তব্যে গণমাধ্যমের স্বাধীনতা, সত্য প্রকাশের গুরুত্ব, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। #