####
উইমেন এন্টারপ্রিনিয়ার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ওয়েব) রাজশাহী শাখার ২১ বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। উইমেন এন্টারপ্রিনিয়ার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ওয়েব) রাজশাহী শাখার সভাপতি মোসাঃ আঞ্জমান আরা পারভীন লিপি সভাপতিত্বে বুধবার (১২ফেব্রæয়ারী) বিকাল সাড়ে ৩টায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ^র সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে ও রঙ্গিন ফিতা কেটে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝর। এসময় উপস্তিত ছিলেনে, বানেশ^র সরকারী কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ মাসুদ রানা, ওয়েব এর সাধারণ সম্পাদক মোছাঃ ফাতেসা আক্তার, নির্বাহী সদস্য সততা খাতুন, নির্বাহী সদস্য রুপা মোস্তফা, প্রচার সম্পাদক মৌসুমী আক্তার, বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির সদস্য মিজানুর রহমান মিজান, সাইফুল ইসলাম, যুব নেতা বিপ্লব সরদার প্রমূখ্য।
এ মেলায় ৪০টি স্টলের মধ্যে ক্রোকারিজ সামগ্রী, খাদ্য সামগ্রী, তাঁত বস্ত্র, গার্মেন্টস, ভ্যারাইটি সামগ্রী, গিফট কর্ণার, কুকারিজ সামগ্রী, থ্রি-পিস, খেলনা সামগ্রী ছাড়াও স্কুটি শোরুম রয়েছে। মেলা প্রাঙ্গণ প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
উদ্বোধন শেষে উদ্যোক্তা সভাপতি মোসাঃ আঞ্জমান আরা পারভীন লিপি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে এমন মেলার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী ঈদুল ফিতরকে সামনে রেখে এই মেলা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করবেন। বানেশ্বর বাজারের অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখতে এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখতে হবে জানিয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। নারী উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টিতে এ ধরণের উদ্যোগ বিশেষ ভূমিকা রাখে। এর ফলে নিজেদের উৎপাদিত পণ্যের বাজার বিস্ততি লাভ করে। ক্ষুদ্র উদ্যোক্তারা শুধু নিজেদের নয় দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। #
<p style="text-align: center;">উপদেষ্টা : এস এম নুর মোহাম্মদ টুলু,<strong> প্রকাশক-সম্পাদক : সুনীল দাস</strong>, চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ।</p><p style="text-align: center;">অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা-৯১০০।</p><p style="text-align: center;">যোগাযোগ : dainikmadhumati@gmail.com newsdainikmadhumoti@gmail.com Office No : 01871330235 Editor : 01712680702</p><p style="text-align: center;"><br></p>
Copyright © 2025 দৈনিক মধুমতি. All rights reserved.