
####
ভারত থেকে অবৈধপথে নিয়ে আসা বিপুল পরিমান ঔষধ সামগ্রী ও মোবাইলের ডিসপ্লেসহ এক পাচারকবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকাল পৌনে নয়টার দিকে তাকে শ্যামনগর উপজেলার ইসমাইলপুর গ্রামের মুন্নার দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম জয়দেব দেবনাথ (৩৯)। তিনি পুরাতন সাতক্ষীরা নাথপাড়ার হারান দেবনাথের ছেলে। শ্যামনগর থানার উপপরিদর্শক এম সজীব আহম্মেদ জানান, ভারত থেকে অবৈধপথে বিপুল পরিমান ভারতীয় ঔষধ সাতক্ষীরায় পাচার করা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশ শনিবার সকাল পৌনে নয়টার দিকে শ্যামনগরের ইসমাইলপুর গ্রামের মুন্নার দোকানের সামনে অবস্থান নেন। এ সময় সীমান্তের দিক থেকে শ্যামনগরে যাওয়ার সময় এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তার কাছ থেকে কয়েকটি মোবাইলের ডিসপ্লেসহ ভারতীয় বিভিন্ন ধরণের ঔষধ উদ্ধার করেন। আটককৃত মালামালের মূল্য দুই লাখ ৬০ হাজার টাকা।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর মোল্লা জানান, এ ঘটনায় উপপরিদর্শক এম সজীব আহম্মেদ বাদি হয়ে জয়দেব দেবনাথের নাম উল্লেখ করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি ধারায় শনিবার থানায় একটি মামলা দায়ের করেছেন। জয়দেব দেবনাথকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।