####
তৃণমূল কাউন্সিলরদের গোপন ব্যালটে প্রত্যক্ষ ভোটদানের মাধ্যমে খুলনা মহানগর বিএনপি’র নবনির্বাচিত সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশীদ মিরাজ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নোকর্মীদের ফুলেল ভালোবাসায় সিক্ত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর আবার সন্ধার পর থেকে বিএনপির বিভিন্ন ইউনিট, ছাত্রদল, যুবদল, ড্যাব, বিএমএ, ধান-চাল ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন। এসময় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আশাবাদ ব্যাক্ত করেন মনা-তুহিনের নেতৃত্বে খুলনা বিএনপি সু-সংগঠিত হবে। মৃতপ্রায় শিল্পনগরী খুলনা অতীতের ঐতিহ্য ফিরিয়ে অত্যাধুনিক শহরে পরিণত হবে।
জবাবে নবনির্বাচিত বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নেতৃত্বে মহানগর সকল ওয়ার্ড, থানা ও সর্বশেষ মহানগর বিএনপির সম্মেলন গনতান্ত্রিক পস্থায় শেষ করা সম্ভব হয়েছে। খুলনা মহানগর বিএনপিতে কোন ধরণের গ্রুপিং নেই-এখানে নেতৃত্বে প্রতিযোগীতা আছে। তারা সকলকে সাথে নিয়ে আগামীতে কাজ করবেন বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত কাউন্সিলে সভাপতি পদে এ্যাড. এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক পদে মো. শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশীদ মিরাজ নির্বাচিত হয়।
<p style="text-align: center;">উপদেষ্টা : এস এম নুর মোহাম্মদ টুলু,<strong> প্রকাশক-সম্পাদক : সুনীল দাস</strong>, চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ।</p><p style="text-align: center;">অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা-৯১০০।</p><p style="text-align: center;">যোগাযোগ : dainikmadhumati@gmail.com newsdainikmadhumoti@gmail.com Office No : 01871330235 Editor : 01712680702</p><p style="text-align: center;"><br></p>
Copyright © 2025 দৈনিক মধুমতি. All rights reserved.