
####
“বাংলাদেশকে বদলাই, বিশ্বকে বদলাই” এই প্রতিপাদ্যকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাগেরহাটের মোল্লাহাটে কচুড়িয়া বাজার হাজী ছাবের মোল্লা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে ২৫ ও ২৬ জানুয়ারী (রবি ও সোমবার) দুইদিন ব্যাপি তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে । ২৬ জানুয়ারী (রবিবার) অত্র বিদ্যালয়ের সবুজ চত্বরে সকাল ১০টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় ।প্রায় তিনযুগ পরে সুরের মুর্ছনাতে ভরে উঠেছে বিদ্যালয়ের প্রাঙ্গন। এযেনো এক অব্যক্ত অনুভূতি । আনন্দে উৎফলিত শিক্ষক ও শিক্ষার্থীরা । দৌড় লাফ , খেলাধুলা সহ কবিতা আবৃত্তি, হামদ্ নাত,গজল, নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করে প্রতিষ্ঠানটি ।
এসময় উপস্থি থেকে বক্তব্য এবং বিজয়ীদের মধ্যে পুরুস্কার তুলেদেন -বিদ্যালয়ের সভাপতি- এ্যাড: সাহিদুল ইসলাম (সুমন), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষাক বিন্দু প্রসাদ বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক আজিয়ার রহমান , সাবেক সভাপতি-মোঃ জিহাদ মোল্লা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিলন সিকদার , ফটিক বিশ্বাস (ক্রীড়া শিক্ষক ), সদস্য রফিক শেখ পরিচালনা কমিটি, বিএনপি নেতা ও কর্মী- মোঃ মাসুম কাজী, বাইজিদ মোল্লা, মোঃ আলামি শেখ, লিয়াকত শেখ, , মোজাহিদ রহমান এবং অত্র স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ প্রমুখ