
####
মোল্রাহাটে রবিবার ও সোমবার , (২০ ও ২১এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কচুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি দু’দিনব্যাপী ফ্রি ব্লাডগ্রুপিং ও ডায়াবেটিস প্রি-স্ক্রিনিং ক্যাম্পেইন। বাগেরহাটের মোল্লাহাটে কচুড়িয়া খাঁ বাজারস্থ বন্ধু ফার্মেসিতে আয়োজিত এই স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমে দু’দিনে প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এই কর্মসূচির প্রধান আয়োজকদের মধ্যে ছিলেন, সংগঠনের সভাপতি- মাও: মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক- মোঃ কাফি হাসান বশার, কোষ্যাক্ষ্য- আ:জব্বার শেখ, সহ- সভাপতি-মোঃ উজ্জল শেখ,এছাড়াও হানিফ শেখ,মেহেদী হাসান, ইসমাইল শরীফ,মিশকাত শেখ,ওহিদুল মুন্সী,রসুল আমিন খান,সজিব খান,সহ আরও অনেক স্বেচ্ছাসেবক সদস্য। তাদের অক্লান্ত প্রচেষ্টায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া দেখা যায়।
উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন এলাকার সম্মানিত ব্যক্তি- সেলিম রেজা ভোলা,
আলহাজ্ব মোঃ আবুল খায়ের শেখ, আঃ ছত্তার খান এবং মোঃ মোশারেফ মোল্লা তাঁরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আয়োজকরা বলেন, “এই ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা এলাকাবাসীর মাঝে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করতে চাই। রক্তের গ্রুপ ও ডায়াবেটিস সম্পর্কে জানা আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
কর্মসূচির শেষে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক পরামর্শ ও পরিক্ষার সনদ প্রদান করা হয় এবং স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়
এমন মহৎ কাজে অংশগ্রহনকারী এমএ এন্ড মেডিকেল প্যাথোলোজি টেকনোলোজিস্ট মোঃ রাসেল শরীফ বিডি নেভীকে।
এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ানো এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আশা প্রকাশ করেছেন আয়োজকরা।