
####
মোল্লাহাট উপজেলা চত্বরে বর্ণাঢ্য আয়োজনে “ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫”-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হরেকৃষ্ণ অধিকারী মেলার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষিবিদ, বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ও শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
মেলার উদ্বোধনী বক্তব্যে ইউএনও বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষি খাতে টেকসই ও পরিবেশবান্ধব প্রযুক্তি প্রয়োগ এখন সময়ের দাবি। এ মেলার মাধ্যমে কৃষকেরা সরাসরি নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হবেন, যা তাদের উৎপাদন বৃদ্ধি ও ঝুঁকি হ্রাসে সহায়তা করবে।”
মেলায় জলবায়ু সহনশীল ধান, সবজি, এবং অন্যান্য ফসলের উন্নত জাত, কম পানির ব্যবহার উপযোগী সেচ প্রযুক্তি, জৈব সার উৎপাদন পদ্ধতি, স্মার্ট কৃষিযন্ত্রপাতি ও অ্যাপভিত্তিক কৃষি সেবা প্রদর্শন করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার অনিমেষ বালা, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, পিডিবি কর্মকর্তা গাউছুল হক, উপজেলা পাট উন্নয়ন অফিসার হাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুধান কুমার রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শিউলি আক্তার, অতি: কৃষি অফিসার মেহেদী হাসান, সহ প্রমূখ ।
উল্লেখ্য মেলা আগামী তিন দিন চলবে এবং প্রতিদিনই থাকছে কৃষি বিষয়ক সেমিনার, কৃষক প্রশিক্ষণ ও প্রযুক্তি প্রদর্শনী।