
কাফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম – ২০২৫ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শুক্রবার সকাল ৯টায় সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন, ৪৬ জন তথ্য সংগ্রহকারী ও ৯ জন সুপারভাইজার।
প্রশিক্ষক ছিলেন, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইসহাক ও সহকারী নির্বাচন কর্মকর্তা মোঃ রুম্মান ইসলাম।
#####