০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার দাম্ভিকতাই তার পতনের প্রধান কারণ : গোলাম পরওয়ার

####

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, হেলিকপ্টার থেকে গুলি, মৃত মানুষকে পুড়িয়ে মারাসহ নানা অত্যাচারে-নির্যাতনে আল্লাহর আরশ কেপেছে, মানুষের মন কেঁদেছে কিন্তু শেখ হাসিনার হৃদয় কাঁপেনি। বরং কোটা আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদেরকে রাজাকার বলে শেখ হাসিনা দাম্ভিকতা দেখিয়েছেন। হাসিনার সেই দাম্ভিকতাই তার পতনের প্রধান কারণ হলো। বুধবার(৫ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই-২০২৪ বিপ্লবের শহীদ স্মারকের মোড়ক উম্মোচনী অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হল থেকে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে  প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৬ বছরে দেশের সবগুলো বিভাগকেতছনছ করে দিয়েছিলো তৎকালীন সরকার। স্বৈরাচারারের মাস্টার মাইন্ড শেখ হাসিনা এত অন্যায় অত্যচার করেছেন যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশের মানুষ আর কোন স্বৈরাচারকে বাংলাদেশে দেখতে চায়না।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদরা কোন দলের নয়, তারা জাতীয় সম্পদ, জাতীয় বীর। দ্বিতীয় স্বাধীনতার শহীদ স্মারক গ্রন্থ সম্পর্কে তিনি বলেন, ২৩টি গ্রুপে বিভক্ত হয়ে জামায়াতে ইসলামীর টিম সকল শহীদ পরিবারের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে ৭১৭ জনের তথ্য সম্বলিত আড়াই হাজার পৃষ্ঠার এই ১০ খন্ডের বই প্রকাশ করেছে। এখনো তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। আরও ৯৩ জনের তথ্য নিয়ে স্মারকের কাজ চলছে। যতক্ষণ তথ্য আসবে শহীদদের স্মারক গ্রন্থ ততক্ষণ চলতে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেকের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। অ‌তি‌থি হিসা‌বে বক্তৃতা ক‌রেন খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, ব‌গেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীম, খুলনা আলিয়া কামিলমাদরাসার অধ্যক্ষ ড. মুফ‌তি মাওলানা আব্দুর রহীম, ইসলামী ছাত্রশি‌বিরের খুলনা মহানগরী সভাপতি আরাফাত হো‌সেন মিলন, বৈষমম্য বি‌রোধী ছাত্র আন্দোলন খুলনার প্রতি‌নি‌ধি তাসনিম আহ‌মেদ, কু‌য়েট প্রতি‌নি‌ধি মো. ওমর ফারুক, সাতক্ষীরা জেলার যুগ্ম সদস্য স‌চিব নাজমুল হাসান র‌নি, বা‌গেরহাট জেলার আহ্বায়ক এস এম সাদ্দাম, নর্দান ইউনিভার্সিটির রে‌জিস্ট্রার ড. মো. শাহ আলম, শহীদ র‌কিবুল ইসলামের পিতা  মো. র‌ফিকুল ইমলাম, শহীদ আলিফ আহ‌মেদ সিয়া‌মের পিতা বুলবুল কবীর, জনপ্রিয় কণ্ঠশি‌ল্পী বদরুজ্জামান না‌বিল, ক্বারী হা‌বিবুল্লাহ বেলালী।

এ সময় জামায়া‌তে ইসলামী খুলনা অঞ্চ‌লের টিম সদস্য  মাওলানা ম‌শিউর রহমান খান ও মাস্টার শ‌ফিকুল আলম, সাতক্ষীরা জেলা আমীর মাওলানা শহীদুল ইসলাম, খুলনা মহানগরী না‌য়ে‌বে আমীর নজিবুর রহমান, সাতক্ষীরা না‌য়ে‌বে আমীর নুরুল হুদা, খুলনা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সে‌ক্রেটা‌রি মাওলানাআজিজুর রহমান, বা‌গেরহাট জেলা সে‌ক্রেটা‌রি শেখ মোহাম্মদ ইউনুস, খুলনা জেলা সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, মহানগর সহকারী সেক্রেটা‌রিএডভোকেট শাহ আলম, শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, দৈ‌নিক পূর্বাঞ্চলের নির্বা‌হী সম্পাদক আহমদ আলী খান, দৈ‌নিক প্রবা‌হের নির্বা‌হী সম্পাদক এনামুল হক শা‌হেদ, মে‌ট্রোপ‌লিটন সাংবা‌দিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, খুলনা  প্রেস ক্লা‌বের আহ্বায়ক কমিটির সিনিয় সদস্য শেখ দিদারুল আলম, খুলনা প্রেস ক্লা‌বের সা‌বেক সাধারণ সম্পাদক মো. সা‌হেব আলী, ফ‌টো জার্না‌লিস্ট এসো‌সি‌য়েশন খুলনার সভাপ‌তি এম এ হাসান, সাধারণ সম্পাদক র‌বিউল গাজী উজ্জ্বল, সা‌বেক সভাপ‌তি আনোয়ারুল ইসলাম কাজল, মো. জা‌হিদুল ইসলাম, সা‌বেক সাধারণ সম্পাদক কামরুল হাসান, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্মসম্পাদক এডভোকেট জাকিরুল ইসলাম, খুলনার দারুল কুরআন সি‌দ্দি‌কিয়া কা‌মিল মদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ইদ্রিস আলী, নেছা‌রিয়া কা‌মিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহমান, সবুরু‌ন্নেছা ম‌হিলা ক‌লে‌জের অধ্যক্ষ ম‌রিয়াম সুলতানা, দৌলতপুর দিবা‌নৈশ ক‌লে‌জের অধ্যক্ষ মো. আনিসুর রহমানসহ খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের ১২টি শহীদ পরিবার, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

sunil Dhash

জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে পাইকগাছায় শিক্ষার্থীদের মানববন্ধন

শেখ হাসিনার দাম্ভিকতাই তার পতনের প্রধান কারণ : গোলাম পরওয়ার

আপডেট সময় : ০১:০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

####

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, হেলিকপ্টার থেকে গুলি, মৃত মানুষকে পুড়িয়ে মারাসহ নানা অত্যাচারে-নির্যাতনে আল্লাহর আরশ কেপেছে, মানুষের মন কেঁদেছে কিন্তু শেখ হাসিনার হৃদয় কাঁপেনি। বরং কোটা আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদেরকে রাজাকার বলে শেখ হাসিনা দাম্ভিকতা দেখিয়েছেন। হাসিনার সেই দাম্ভিকতাই তার পতনের প্রধান কারণ হলো। বুধবার(৫ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই-২০২৪ বিপ্লবের শহীদ স্মারকের মোড়ক উম্মোচনী অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হল থেকে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে  প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৬ বছরে দেশের সবগুলো বিভাগকেতছনছ করে দিয়েছিলো তৎকালীন সরকার। স্বৈরাচারারের মাস্টার মাইন্ড শেখ হাসিনা এত অন্যায় অত্যচার করেছেন যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশের মানুষ আর কোন স্বৈরাচারকে বাংলাদেশে দেখতে চায়না।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদরা কোন দলের নয়, তারা জাতীয় সম্পদ, জাতীয় বীর। দ্বিতীয় স্বাধীনতার শহীদ স্মারক গ্রন্থ সম্পর্কে তিনি বলেন, ২৩টি গ্রুপে বিভক্ত হয়ে জামায়াতে ইসলামীর টিম সকল শহীদ পরিবারের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে ৭১৭ জনের তথ্য সম্বলিত আড়াই হাজার পৃষ্ঠার এই ১০ খন্ডের বই প্রকাশ করেছে। এখনো তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। আরও ৯৩ জনের তথ্য নিয়ে স্মারকের কাজ চলছে। যতক্ষণ তথ্য আসবে শহীদদের স্মারক গ্রন্থ ততক্ষণ চলতে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেকের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। অ‌তি‌থি হিসা‌বে বক্তৃতা ক‌রেন খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, ব‌গেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীম, খুলনা আলিয়া কামিলমাদরাসার অধ্যক্ষ ড. মুফ‌তি মাওলানা আব্দুর রহীম, ইসলামী ছাত্রশি‌বিরের খুলনা মহানগরী সভাপতি আরাফাত হো‌সেন মিলন, বৈষমম্য বি‌রোধী ছাত্র আন্দোলন খুলনার প্রতি‌নি‌ধি তাসনিম আহ‌মেদ, কু‌য়েট প্রতি‌নি‌ধি মো. ওমর ফারুক, সাতক্ষীরা জেলার যুগ্ম সদস্য স‌চিব নাজমুল হাসান র‌নি, বা‌গেরহাট জেলার আহ্বায়ক এস এম সাদ্দাম, নর্দান ইউনিভার্সিটির রে‌জিস্ট্রার ড. মো. শাহ আলম, শহীদ র‌কিবুল ইসলামের পিতা  মো. র‌ফিকুল ইমলাম, শহীদ আলিফ আহ‌মেদ সিয়া‌মের পিতা বুলবুল কবীর, জনপ্রিয় কণ্ঠশি‌ল্পী বদরুজ্জামান না‌বিল, ক্বারী হা‌বিবুল্লাহ বেলালী।

এ সময় জামায়া‌তে ইসলামী খুলনা অঞ্চ‌লের টিম সদস্য  মাওলানা ম‌শিউর রহমান খান ও মাস্টার শ‌ফিকুল আলম, সাতক্ষীরা জেলা আমীর মাওলানা শহীদুল ইসলাম, খুলনা মহানগরী না‌য়ে‌বে আমীর নজিবুর রহমান, সাতক্ষীরা না‌য়ে‌বে আমীর নুরুল হুদা, খুলনা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সে‌ক্রেটা‌রি মাওলানাআজিজুর রহমান, বা‌গেরহাট জেলা সে‌ক্রেটা‌রি শেখ মোহাম্মদ ইউনুস, খুলনা জেলা সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, মহানগর সহকারী সেক্রেটা‌রিএডভোকেট শাহ আলম, শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, দৈ‌নিক পূর্বাঞ্চলের নির্বা‌হী সম্পাদক আহমদ আলী খান, দৈ‌নিক প্রবা‌হের নির্বা‌হী সম্পাদক এনামুল হক শা‌হেদ, মে‌ট্রোপ‌লিটন সাংবা‌দিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, খুলনা  প্রেস ক্লা‌বের আহ্বায়ক কমিটির সিনিয় সদস্য শেখ দিদারুল আলম, খুলনা প্রেস ক্লা‌বের সা‌বেক সাধারণ সম্পাদক মো. সা‌হেব আলী, ফ‌টো জার্না‌লিস্ট এসো‌সি‌য়েশন খুলনার সভাপ‌তি এম এ হাসান, সাধারণ সম্পাদক র‌বিউল গাজী উজ্জ্বল, সা‌বেক সভাপ‌তি আনোয়ারুল ইসলাম কাজল, মো. জা‌হিদুল ইসলাম, সা‌বেক সাধারণ সম্পাদক কামরুল হাসান, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্মসম্পাদক এডভোকেট জাকিরুল ইসলাম, খুলনার দারুল কুরআন সি‌দ্দি‌কিয়া কা‌মিল মদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ইদ্রিস আলী, নেছা‌রিয়া কা‌মিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহমান, সবুরু‌ন্নেছা ম‌হিলা ক‌লে‌জের অধ্যক্ষ ম‌রিয়াম সুলতানা, দৌলতপুর দিবা‌নৈশ ক‌লে‌জের অধ্যক্ষ মো. আনিসুর রহমানসহ খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের ১২টি শহীদ পরিবার, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##