####
মাগুরার মহম্মদপুর থানায় কর্মরত পুলিশের উপপরিদর্শক পিএসআই মোঃ বোরহান উদ্দিন মোটরসাইকেল সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার বেলা ১২টার সময় পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার সোতাসী ব্রিজ এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনার নিহত হন। বোরহান উদ্দিন যশোর জেলার অভয়নগর উপজেলার পায়রা গ্রামের কোবাদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা, শনিবার সকালে থানা থেকে ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলায় একজন ওয়ারেন্টভূক্ত আসামিকে গ্রেফতারের উদ্দেশ্যে রওয়ানা দেন। বোয়ালমারী উপজেলার সোতাসী এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ সড়কের পাশে থাকা গাছে গিয়ে ধাক্কা খায়। এ সময় সে মাথায় এবাং ডান কানে ব্যাপক আকারে আঘাত পায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকর মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে উধ্বতন কতৃপক্ষে অবগত করেছি।
<p style="text-align: center;">উপদেষ্টা : এস এম নুর মোহাম্মদ টুলু,<strong> প্রকাশক-সম্পাদক : সুনীল দাস</strong>, চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ।</p><p style="text-align: center;">অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা-৯১০০।</p><p style="text-align: center;">যোগাযোগ : dainikmadhumati@gmail.com newsdainikmadhumoti@gmail.com Office No : 01871330235 Editor : 01712680702</p><p style="text-align: center;"><br></p>
Copyright © 2025 দৈনিক মধুমতি. All rights reserved.