০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে চুরি করতে গিয়ে গৃহস্থের দা’য়ের কোপে যুবক নিহত

####

চুরি করতে গিয়ে গৃহস্থের দায়ের কোপে প্রাণ হারালেন এক যুবক। শুক্রবার (১৩ জুন) গভীর রাতে সুনামগঞ্জ শহরতলির মাইজবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইমুম হাসান রনি (২৭) সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের গুদারগাঁও গ্রামের মৃত সমুজ আলীর ছেলে। পুলিশ নিহতের লাশ শনিবার সকালে স্থানীয় সাহাব উদ্দিনের বাড়ির উঠোন থেকে উদ্ধার করেছে।

 পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে চুরির উদ্দেশ্যে মাইজবাড়ি পূর্বপাড়া গ্রামের ইকবাল হোসেনের বসত ঘরে দেশীয় অস্ত্র দিয়ে ঢেউটিনের বেড়া কেটে প্রবেশের চেষ্টা করে সাইমুম হাসান রনি। টিনের বেড়া কাঁটার শব্দ শুনতে পেয়ে ঘুম ভেঙে গেলে ঘরের মালিক ইকবাল হোসেন দেখতে পান কেউ ঘরের বেড়া কেটে ঢুকতে চাচ্ছে। ঘরে ঢুকার জন্য প্রথমে চোর বাম হাত ঢুকালে ওই হাতে ধারালো দা দিয়ে কোপ দেন ইকবাল হোসেন। দায়ের কোপ খেয়ে পালিয়ে যান ওই যুবক। পরে অতিরিক্ত রক্তক্ষরণে গ্রামের সাহাব উদ্দিনের উঠোনে যাবার পর তার মৃত্যু হয়। সেখানেই রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে।

সুনামগঞ্জ সদর থানার ওসি মো. আবুল কালাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এ ঘটনায় ইকবাল হোসেনকে আটক করা হয়েছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

sunil Dhash

জনপ্রিয়

মহাকবি মাইকেল মধুসূদন দত্ত-এর প্রয়াণ দিবসে পরম শ্রদ্ধাঞ্জলী ” রেখো মা দাসেরে মনে এ মিনতি করি পদে”

সুনামগঞ্জে চুরি করতে গিয়ে গৃহস্থের দা’য়ের কোপে যুবক নিহত

আপডেট সময় : ০২:২৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

####

চুরি করতে গিয়ে গৃহস্থের দায়ের কোপে প্রাণ হারালেন এক যুবক। শুক্রবার (১৩ জুন) গভীর রাতে সুনামগঞ্জ শহরতলির মাইজবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইমুম হাসান রনি (২৭) সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের গুদারগাঁও গ্রামের মৃত সমুজ আলীর ছেলে। পুলিশ নিহতের লাশ শনিবার সকালে স্থানীয় সাহাব উদ্দিনের বাড়ির উঠোন থেকে উদ্ধার করেছে।

 পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে চুরির উদ্দেশ্যে মাইজবাড়ি পূর্বপাড়া গ্রামের ইকবাল হোসেনের বসত ঘরে দেশীয় অস্ত্র দিয়ে ঢেউটিনের বেড়া কেটে প্রবেশের চেষ্টা করে সাইমুম হাসান রনি। টিনের বেড়া কাঁটার শব্দ শুনতে পেয়ে ঘুম ভেঙে গেলে ঘরের মালিক ইকবাল হোসেন দেখতে পান কেউ ঘরের বেড়া কেটে ঢুকতে চাচ্ছে। ঘরে ঢুকার জন্য প্রথমে চোর বাম হাত ঢুকালে ওই হাতে ধারালো দা দিয়ে কোপ দেন ইকবাল হোসেন। দায়ের কোপ খেয়ে পালিয়ে যান ওই যুবক। পরে অতিরিক্ত রক্তক্ষরণে গ্রামের সাহাব উদ্দিনের উঠোনে যাবার পর তার মৃত্যু হয়। সেখানেই রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে।

সুনামগঞ্জ সদর থানার ওসি মো. আবুল কালাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এ ঘটনায় ইকবাল হোসেনকে আটক করা হয়েছে।