####
খুলনা নগরীর সোনাডাঙ্গা ২২তলা ডেল্টা ভবনের সামনে দুর্বৃত্তদের হামলায় আল আমিন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। তিনি মোবাইল ফোন কোম্পানী বাংলালিংকের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। নিহত আল আমিন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হিজলা গ্ৰামের আইয়ুব আলী শেখের ছেলে।
সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল চালিয়ে আল-আমিন কর্মস্থলে যাচ্ছিলেন। পিছন থেকে দুটি মোটরসাইকেলে আসা চার সন্ত্রাসী তার শরীরের পিছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় সে মোটরসাইকেল থেকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনায় জড়িত অপরাধীদের সনাক্ত করতে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হত্যাকারীদের ধরতে পুলিশী অভিযান চলছে বলেও তিনি জানান। ##
<p style="text-align: center;">উপদেষ্টা : এস এম নুর মোহাম্মদ টুলু,<strong> প্রকাশক-সম্পাদক : সুনীল দাস</strong>, চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ।</p><p style="text-align: center;">অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা-৯১০০।</p><p style="text-align: center;">যোগাযোগ : dainikmadhumati@gmail.com newsdainikmadhumoti@gmail.com Office No : 01871330235 Editor : 01712680702</p><p style="text-align: center;"><br></p>
Copyright © 2025 দৈনিক মধুমতি. All rights reserved.