####
খুলনায় সমাজের অবহেলিত হিজড়া সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে হিজড়াদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্তি জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মদ আনাছ। এ সময় তিনি বলেন, হিজড়ারা সমাজের বোঝা নয়, তারাও সমাজের সম্পদ। তাদের অবহেলা করার অধিকার কারো নেই। রাষ্ট্র তাদের সম-মর্যাদার অধিকার দিয়েছে। তাদেরকে যাতে কেউ পিছনে রাখতে না পারে সে জন্য সমাজের সকলকে এক সাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সরকার তাদের ভোটাধিকারসহ নানা অধিকার দিয়েছে। তা নিশ্চিত করার দায়িত্ব সমাজের সবার। আবাসন সমস্যা সমাধানে সরকার কাজ করছে। শিগগিরই খুলনায় হিজড়াদের আবাসনের ব্যাপারে কাজ করা হবে।
বিভাগীয় বন্ধু মিডিয়া ফোরামের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ফোরামের আহবায়ক খলিলুর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের তত্বাবধায় প্রকৌশলী(যান্ত্রিক) আঃ আজিজ, মুহসিন স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম জোয়ার্দ্দার ও হিজড়াদের গুরুমা শিমলা হিজড়া প্রমুখ। ##
<p style="text-align: center;">উপদেষ্টা : এস এম নুর মোহাম্মদ টুলু,<strong> প্রকাশক-সম্পাদক : সুনীল দাস</strong>, চিফ রিপোর্টার : মোঃ নাঈমুজ্জামান শরীফ।</p><p style="text-align: center;">অফিস : ৬৯/৭০ কেসিসি সুপার মার্কেট ( ২য় তলা ) খুলনা সদর, খুলনা-৯১০০।</p><p style="text-align: center;">যোগাযোগ : dainikmadhumati@gmail.com newsdainikmadhumoti@gmail.com Office No : 01871330235 Editor : 01712680702</p><p style="text-align: center;"><br></p>
Copyright © 2025 দৈনিক মধুমতি. All rights reserved.