১০:২২ অপরাহ্ন, শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটের রামপালে আওয়ামী লীগের প্রেসব্রিফিংয়ে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার দাবী

###    বাগেরহাটের রামপালে শান্তিপূর্ণ পরিবেশ সুরক্ষা ও সহাবস্থানেরর দাবী জানিয়ে উপজেলা ও বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগ এক প্রেস ব্রিফিং করেছেন। মঙ্গলবার উপজেলার গিলাতলা বাজার কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের এ দাবী জানান। এ সময় নেতৃবৃন্দ বলেন, উপজেলার বাঁশতলী ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের কতিপয় ব্যক্তি আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। তারা আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের মারপিট, ঘের দখল, ও আধিপত্য বিস্তারের অপচেষ্টা চালাচ্ছে। এসব অপকর্মের বিরোধিতা করায় তারা বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরতি এনামুল বাশার বাচ্চু, যুবলীগ সভাপতি মল্লিক মিজানুর রহমান, ইউপি সদস্য শফিকুল ইসলাম সোহাগ,  ইউপি সদস্য মো. রাসেল, সাবেক ইউপি সদস্য মো. মহিদুল ইসলাম, ফকির দেলোয়ার হোসেনসহ উপজেলা ও বাঁশতলী ইউনিয়ন পর্যায়ের নেতাদের হেনস্তা ও মারপিট করে গুরুতর আহত করেছে। এখনও অনেকেই খুলনা এবং বাগেরহাট  হাসপাতালে ভর্তি আছেন। একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ইসলামাবাদ গ্রামের আবু তালেব, মারুফ শেখ, মাসুম শেখ, মোস্তাফিজুর রহমান,  হুমায়ুন কবির, বাকি বিল্লাহ,  মাসুম বিল্লাহ, শরাফত আলী, খোকন শেখ, পলাশ শেখ, নাহিদ শেখসহ বেশ কিছু ব্যক্তি সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত রয়েছে। তারা রাজনৈতিক প্রতিপক্ষের ফরমুলা মোতাবেক আওয়ামী লীগের মধ্যে থেকে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করছে। তারা এলাকায় ত্রাস সৃষ্টি করে সরকারের সুনাম সুখ্যাতি নষ্ট করতে চায়। প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ এলাকায় শান্তি প্রতিষ্ঠা ও দলমত নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের জোর দাবি করেন। তারা রামপাল উপজেলা আওয়ামী লীগ, বাগেরহাট জেলা আওয়ামী লীগ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি এবং খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক এর জোর হস্তক্ষেপ কামনা করেছেন। বিবৃতি দাতারা হলেন, হাওলাদার আবু তালেব, কুদরতি এনামুল বাশার বাচ্চু, ফকির দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আ. হক, মো. মুহিতুল ইসলাম, মল্লিক মিজানুর রহমান, আনোয়ার হোসেন, শেখ আপ্তাব, রেজাউল কুদরতি, ইসরাফিল হোসেন, মো. রাসেল শেখ, শফিকুল ইসলাম সোহাগ, দাউদ আলী মল্লিক, সোলাইমান শেখ, আল মামুন (অভি) প্রমুখ। #

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

যশোরেশ্বরী কালী মন্দিরের সোনার মুকুট চোরকে দ্রুত গ্রেপ্তারসহ মুকুট উদ্ধারের দাবী

বাগেরহাটের রামপালে আওয়ামী লীগের প্রেসব্রিফিংয়ে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার দাবী

প্রকাশিত সময় : ০৮:২৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩

###    বাগেরহাটের রামপালে শান্তিপূর্ণ পরিবেশ সুরক্ষা ও সহাবস্থানেরর দাবী জানিয়ে উপজেলা ও বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগ এক প্রেস ব্রিফিং করেছেন। মঙ্গলবার উপজেলার গিলাতলা বাজার কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের এ দাবী জানান। এ সময় নেতৃবৃন্দ বলেন, উপজেলার বাঁশতলী ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের কতিপয় ব্যক্তি আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। তারা আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের মারপিট, ঘের দখল, ও আধিপত্য বিস্তারের অপচেষ্টা চালাচ্ছে। এসব অপকর্মের বিরোধিতা করায় তারা বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরতি এনামুল বাশার বাচ্চু, যুবলীগ সভাপতি মল্লিক মিজানুর রহমান, ইউপি সদস্য শফিকুল ইসলাম সোহাগ,  ইউপি সদস্য মো. রাসেল, সাবেক ইউপি সদস্য মো. মহিদুল ইসলাম, ফকির দেলোয়ার হোসেনসহ উপজেলা ও বাঁশতলী ইউনিয়ন পর্যায়ের নেতাদের হেনস্তা ও মারপিট করে গুরুতর আহত করেছে। এখনও অনেকেই খুলনা এবং বাগেরহাট  হাসপাতালে ভর্তি আছেন। একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ইসলামাবাদ গ্রামের আবু তালেব, মারুফ শেখ, মাসুম শেখ, মোস্তাফিজুর রহমান,  হুমায়ুন কবির, বাকি বিল্লাহ,  মাসুম বিল্লাহ, শরাফত আলী, খোকন শেখ, পলাশ শেখ, নাহিদ শেখসহ বেশ কিছু ব্যক্তি সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত রয়েছে। তারা রাজনৈতিক প্রতিপক্ষের ফরমুলা মোতাবেক আওয়ামী লীগের মধ্যে থেকে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করছে। তারা এলাকায় ত্রাস সৃষ্টি করে সরকারের সুনাম সুখ্যাতি নষ্ট করতে চায়। প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ এলাকায় শান্তি প্রতিষ্ঠা ও দলমত নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের জোর দাবি করেন। তারা রামপাল উপজেলা আওয়ামী লীগ, বাগেরহাট জেলা আওয়ামী লীগ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি এবং খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক এর জোর হস্তক্ষেপ কামনা করেছেন। বিবৃতি দাতারা হলেন, হাওলাদার আবু তালেব, কুদরতি এনামুল বাশার বাচ্চু, ফকির দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আ. হক, মো. মুহিতুল ইসলাম, মল্লিক মিজানুর রহমান, আনোয়ার হোসেন, শেখ আপ্তাব, রেজাউল কুদরতি, ইসরাফিল হোসেন, মো. রাসেল শেখ, শফিকুল ইসলাম সোহাগ, দাউদ আলী মল্লিক, সোলাইমান শেখ, আল মামুন (অভি) প্রমুখ। #