### গোপালগঞ্জের মুকসুদপুরে চাঞ্চল্যকর শ্রাবনী আক্তার হত্যা মামলার প্রধান আসামী স্বামী হাসান ব্যাপারীকে গ্রেফতার করেছে র্যাব-০৬। শনিবার ফরিদপুর জেলার ভাংগা থানার রশিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। র্যাব জানায়, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার সৈর্দ্দী গ্রামস্থ্ দেলোয়ার শেখের কনিষ্ঠ কন্যা শ্রাবনী আক্তারের সাথে এক বছর পূর্বে একই এলাকার হাসান বেপারীর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার স্ত্রীকে টাকার জন্য মারধর ও নির্যাতন করতো। শ্রাবনী আক্তার(১৯) তার বাবার বাড়িতে ছিলো। গত ২৬ মার্চ ইফতার পার্টির কথা বলে শ্বশুরবাড়ির লোকজন তাদের বাড়িতে ডেকে নেয়। ২৭মার্চ রাতে আসামী হাসান শেখের পরিবার শ্রাবনীর বোনের কাছে ফোন করে জানায় তার বোন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় রয়েছে। সংবাদ পেয়ে শ্রাবনীর মা ও আত্মীয়-স্বজন হাসান বেপারীর বাড়িতে উপস্থিত হয়ে একটি ভ্যানের উপর ভিকটিমের মরদেহ শোয়ানো অবস্থায় দেখতে পায়। তখন মৃতদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পায় এবং ভিকটিমের ঘরের অন্যান্য মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পায়। ঘটনার কারণ জিজ্ঞাসা করলে আসামীর পরিবারের সবাই কানাঘুষা করতে থাকে। তখন ভিকটিমের পরিবারের লোকজন বুঝতে পারে যে তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দিলে আসামীর পরিবারের লোকজন গা ঢাকা দেয়। পরবর্তীতে থানা পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে এবং ভিকটিমের মা বাদী হয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। র্যাব-৬ সদর কোম্পানি খুলনার একটি টিম শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাংগা থানার রশিদপুর এলাকায় অভিযান চারিয়ে হত্যা মামলায় প্রধান পলাতক আসামী হাসান বেপারীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব। ##
০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
ঘোষণা
গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামী হাসান ব্যাপারী গ্রেফতার
- গোপালগঞ্জ প্রতিনিধি।।
- প্রকাশিত সময় : ০৯:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
- ৪৬ পড়েছেন
Tag :
জনপ্রিয়