০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আবারও মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ০২:১৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
  • ৫৭ পড়েছেন

বাংলাদেশের সীমানার মধ্যে মর্টারশেল ও হামলার ঘটনায় আবারও মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে দেশটির রাষ্ট্রদূত মন্ত্রণালয়ে আসবেন।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। গত ২৮ আগস্ট বেলা তিনটার দিকে মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টার শেল বাংলাদেশের সীমান্তে এসে পড়ে। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি। হতাহতের ঘটনাও ঘটেনি। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সদস্যরা মর্টার শেল দুটি ঘিরে রাখেন। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

এ ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে কড়া ভাষায় সতর্ক করেছিল ঢাকা। কিন্তু তারপরও গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কোনারপাড়া এলাকার সীমান্তে পড়ে। সেটির বিস্ফোরণ ঘটে একজন নিহত ও ছয় জন আহত হন।

এর আগে ভার্চুয়াল তলবে ঢাকা এই ঘটনার পূনরাবৃত্তি চায় না বলে সাফ জানিয়েছিল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তবে, এরপরও সীমান্তে গোলা বর্ষণের ঘটনা ঘটেছে। এছাড়া মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার টহলও দেয়। এতে ওই সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গেছে।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

আবারও মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

প্রকাশিত সময় : ০২:১৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশের সীমানার মধ্যে মর্টারশেল ও হামলার ঘটনায় আবারও মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে দেশটির রাষ্ট্রদূত মন্ত্রণালয়ে আসবেন।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। গত ২৮ আগস্ট বেলা তিনটার দিকে মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টার শেল বাংলাদেশের সীমান্তে এসে পড়ে। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি। হতাহতের ঘটনাও ঘটেনি। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সদস্যরা মর্টার শেল দুটি ঘিরে রাখেন। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

এ ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে কড়া ভাষায় সতর্ক করেছিল ঢাকা। কিন্তু তারপরও গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কোনারপাড়া এলাকার সীমান্তে পড়ে। সেটির বিস্ফোরণ ঘটে একজন নিহত ও ছয় জন আহত হন।

এর আগে ভার্চুয়াল তলবে ঢাকা এই ঘটনার পূনরাবৃত্তি চায় না বলে সাফ জানিয়েছিল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তবে, এরপরও সীমান্তে গোলা বর্ষণের ঘটনা ঘটেছে। এছাড়া মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার টহলও দেয়। এতে ওই সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গেছে।