
####
খুলনায় অর্নব কুমার সরকার নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর ব্যস্ততম কেডিএ অ্যাভিনিউ সড়কের তেঁতুলতলার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী ছিলেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিষয় টি খতিয়ে দেখে জড়িতদের আটকে অভিযান শুরু করেছে বলেও জানান তিনি।
##