
####
বাগেরহাটে পদযাত্র ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব রক্তদাতা দিবস ২০২৫ পালিত হয়েছে। শনিবার দুপুরে আলোর পথে র আয়োজনে স্বধিনতা উদ্যান থেকে এক র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব চত্বরে শেষে হয়। পরে প্রেসক্লাবের অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোর পথের সভাপতি শেখ অহিদুজ্জামান রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওয়াদার চেয়ারম্যান এ্যান্ড সিইও নিলুফা আক্তার ইতি, আলোর পথের সহ সভাপতি মোঃ জাকির হোসেন, দৈনিক জন্মভূমির বাগেরহাট প্রতিনিধি মোল্লা আব্দুর রব, ব্লাডের প্রতিষ্ঠাতা পরিচালক জাহিদুল ইসলাম জাদু, আলোর পথের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মোঃ আবুবক্কর সিদ্দিক, আরটিভির বাগেরহাট প্রতিনিধি শামসুর রহমান।
বাগেরহাট রেডক্রিসেন্ট ইউনিটের সদস্য, নার্সিং ইনস্টিটিউট নার্স, এছাড়া বিভিন্ন সংগঠনের সদস্যদের সমন্বয়য়ে সচেতনতা পদযাত্রায় অংশগ্রহণ করেন। আলোর পথের সভাপতি জনাব শেখ অহিদুজ্জামান রাজা বলেন তিনি সবাইকে ঘোষনা দেন ব্লাড ব্যাংক স্থাপন করবেন আলোর পথে সংগঠন ব্যবস্থাপনা করবেন এবং বাগেরহাটের রক্তের আর ঘাটতি থাকবে না। #