
####
নড়াইলের কালিয়া উপজেলার চাপাইল, মুলশ্রী, বাগুডাঙ্গা, ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে ২ দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ২৩ জানুয়ারী ‘২৫ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬ টায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। গত বুধবার ১ম দিন অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা ও বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, প্রধান শিক্ষক মাহফুজা খাতুনের সভাপতিত্বে সিনিয়র শিক্ষিকা শার্মিলা আক্তার ও সিনিয়র শিক্ষক মোল্লা এবাদত হোসেনের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম, পহরডাঙ্গা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ মল্লিক মাহমুদুল ইসলাম, নড়াগাতী থানা মহিলা দলের সভাপতি নাদিরা আকতার (জোছনা মল্লিক), পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি বিএম নজরুল ইসলাম (কাবুল), ইউনিয়ান বিএনপির সাধারণ সম্পাদক কুব্বত সিকদার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মল্লিক কামরুজ্জামান (হিটু), সিনিয়র শিক্ষক খান আজিজুর রহমান, শেখ ইকবাল হোসেন, সিকদার মিরাজ, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান চৌধুরী, শেখ মিল্টন, তারু চৌধুরী, প্রমুখ। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের আংশগ্রহনে পরিবেশ ছিল মুখরিত। প্রতিযোগিতায় উল্লেখযোগ্য ইভেন্ট ছিল, দৌড়, লম্বালাফ, বালিশ বদল, ভারসাম্য দৌড়, বস্তা দৌড়, গজল, দেশাত্ববোধক গান, অভিনয়, নৃত্য ইত্যাদি। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন