
####
বাংলাদেশে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সারা দেশে নিবন্ধিত ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে বারাকা’কে তৃতীয় পুরষ্কারে ভূষিত করে। ২৬ জুন, ২০২৫খ্রিঃ তারিখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে ঢাকার ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই পুরষ্কার প্রদান করা হয়। সর্বমোট ৬বার বারাকার এই অর্জন প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি, মানবিক পেশাদারিত্বপূর্ণ মাদক চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমের প্রতি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আস্থার প্রতিফলন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো. হাসান মারুফ – এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মো. খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি। পুরস্কার গ্রহণ করেন বারাকার পরিচালক ব্রাদার নির্মল ফ্রান্সিস গমেজ, সিএসসি।
উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আওতাধীন নিবন্ধিত মাদক নিরাময় কেন্দ্রসমূহের সার্বিক কার্যক্রম, চিকিৎসা ও পুনর্বাসন সেবার মান, রিপোর্টিং ও প্রশাসনিক দক্ষতার ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য বারাকা পরপর চার বছর, ২০২২ সালে ২য়, ২০২৩ সালে ১ম, ২০২৪ সালে ২য় এবং ২০২৫ সালে ৩য় পুরষ্কারে ভূষিত হয়। এছাড়াও ২০১২ সালে ২য় ও ২০১৬ সালে ৩য় পুরস্কার অর্জন করে। সর্বমোট ৬বার বারাকার এই অর্জন প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি, মানবিক পেশাদারিত্বপূর্ণ মাদক চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমের প্রতি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আস্থার প্রতিফলন। এ সাফল্যে বারাকা পরিবার গর্বিত ও অনুপ্রাণিত। পুরস্কার অর্জনের এই গৌরব বারাকার সকল কর্মকর্তা, সেবাকর্মী, পরামর্শদাতা, চিকিৎসক, মাঠকর্মী, স্বেচ্ছাসেবক, রিকভারী, অভিভাবক, শুভানুধ্যায়ী ও অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। বারাকা বিশেষভাবে কৃতজ্ঞতা জানায় কারিতাস বাংলাদেশ, হলিক্রস ব্রাদার সম্প্রদায়, দাতা সংস্থা কারিতাস জার্মানী, আন্তর্জাতিক কনসালটেন্ট ড. এফ্রেম মিলানিজ এবং বারাকার সার্বিক সহযোগীদের প্রতি, যাঁদের সহযোগিতায় বারাকা এই সম্মান অর্জন করেছে।