১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরবনে মুক্তিপনের দাবিতে জেলে অপহরনের অভিযোগে ০৫অপহরনকারী গ্রেফতার, ১৪জন অপহৃত জেলে উদ্ধার

####

সুন্দরবনে জেলে অপহরণ ও মুক্তিপন দাবির অভিযোগে ০৫ অপহরনকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় দস্যুদের হাতে অপহৃত ১৪জন জেলেকেও উদ্ধার করা হয়। সোমবার বিকেলে র‌্যাব-৬ স্পেশাল কোম্পানী কমান্ডার এম. সারোয়ার হুসাইন এ তথ্য জানান। আটককৃতরা হলো-দাকোপের সঞ্জয় বাইন(৩৪), মোঃ গাউস(৩০), মঞ্জুআরা বেগম ময়না(৩৪), মোঃ আল আমিন হাওলাদার(২৮) ও রামপালের রবিউল হাওলাদার(৩৩)।

র‌্যাব-৬ স্পেশাল কোম্পানি কমান্ডার এম. সারোয়ার হুসাইন জানান, গত ২৩জুলাই খুলনার দাকোপ থানার গহীন সুন্দরবনের মধ্যে ভদ্রা নদীর টগিবগী খালে জেলেরা ডিঙ্গি নৌকাসহ মাছ ধরার সময় দস্যুরা অস্ত্রের ভয় দেখিয়ে জেলেদের অপহরণ করে নিয়ে যায়। পরে গহীন সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে অমানুষিক নিযার্তন করে এবং হত্যার হুমকি দিয়ে মোবাইল ফোনে জেলেদের পরিবার পরিজনের কাছে ০২লাখ টাকা মুক্তিপন দাবি করে। মৃত্যুর ভয়ে জেলেদের পরিবারের লোকজন ০২ লাখ টাকা দিতে রাজি হয়ে একই দিন বিকালে ৭০হাজার টাকা অপহরনকারীদের দেয়া বিকাশ নম্বরে মুক্তিপন পাঠিয়ে দেয়। পরবর্তিতে অপহৃত জেলে পরিবারের সদস্যরা র‌্যাব-৬ খুলনার পরিচালকের কাছে অপহরণের বিষয়টি অবহিত করে অবিযোগ দেয়। পরে ২৮জুলাই র‌্যাব-৬ স্পেশাল কোম্পানির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাতে বাগেরহাটের মংলা এবং খুলনার দাকোপ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় অপহরণের সাথে জড়িত দাকোপের সঞ্জয় বাইন(৩৪), মোঃ গাউস(৩০), মঞ্জুআরা বেগম ময়না(৩৪), মোঃ আল আমিন হাওলাদার(২৮) ও রামপালের রবিউল হাওলাদার(৩৩)কে গ্রেফতার করে। এ সময় আটককৃতদের কাছ থেকে মুক্তিপন বাবদ আদায়কৃত ৪০হাজার টাকা উদ্ধারসহ ১৪জন অপহৃত জেলেকে উদ্ধার করে। পরে উদ্ধারকৃত জেলে ও গ্রেফতারকৃত অপহরনকারীদেরকে দাকোপ থানায় হস্তান্তর করেছে র‌্যাব। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

সুন্দরবনে মুক্তিপনের দাবিতে জেলে অপহরনের অভিযোগে ০৫অপহরনকারী গ্রেফতার, ১৪জন অপহৃত জেলে উদ্ধার

প্রকাশিত সময় : ০১:১৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩

####

সুন্দরবনে জেলে অপহরণ ও মুক্তিপন দাবির অভিযোগে ০৫ অপহরনকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় দস্যুদের হাতে অপহৃত ১৪জন জেলেকেও উদ্ধার করা হয়। সোমবার বিকেলে র‌্যাব-৬ স্পেশাল কোম্পানী কমান্ডার এম. সারোয়ার হুসাইন এ তথ্য জানান। আটককৃতরা হলো-দাকোপের সঞ্জয় বাইন(৩৪), মোঃ গাউস(৩০), মঞ্জুআরা বেগম ময়না(৩৪), মোঃ আল আমিন হাওলাদার(২৮) ও রামপালের রবিউল হাওলাদার(৩৩)।

র‌্যাব-৬ স্পেশাল কোম্পানি কমান্ডার এম. সারোয়ার হুসাইন জানান, গত ২৩জুলাই খুলনার দাকোপ থানার গহীন সুন্দরবনের মধ্যে ভদ্রা নদীর টগিবগী খালে জেলেরা ডিঙ্গি নৌকাসহ মাছ ধরার সময় দস্যুরা অস্ত্রের ভয় দেখিয়ে জেলেদের অপহরণ করে নিয়ে যায়। পরে গহীন সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে অমানুষিক নিযার্তন করে এবং হত্যার হুমকি দিয়ে মোবাইল ফোনে জেলেদের পরিবার পরিজনের কাছে ০২লাখ টাকা মুক্তিপন দাবি করে। মৃত্যুর ভয়ে জেলেদের পরিবারের লোকজন ০২ লাখ টাকা দিতে রাজি হয়ে একই দিন বিকালে ৭০হাজার টাকা অপহরনকারীদের দেয়া বিকাশ নম্বরে মুক্তিপন পাঠিয়ে দেয়। পরবর্তিতে অপহৃত জেলে পরিবারের সদস্যরা র‌্যাব-৬ খুলনার পরিচালকের কাছে অপহরণের বিষয়টি অবহিত করে অবিযোগ দেয়। পরে ২৮জুলাই র‌্যাব-৬ স্পেশাল কোম্পানির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাতে বাগেরহাটের মংলা এবং খুলনার দাকোপ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় অপহরণের সাথে জড়িত দাকোপের সঞ্জয় বাইন(৩৪), মোঃ গাউস(৩০), মঞ্জুআরা বেগম ময়না(৩৪), মোঃ আল আমিন হাওলাদার(২৮) ও রামপালের রবিউল হাওলাদার(৩৩)কে গ্রেফতার করে। এ সময় আটককৃতদের কাছ থেকে মুক্তিপন বাবদ আদায়কৃত ৪০হাজার টাকা উদ্ধারসহ ১৪জন অপহৃত জেলেকে উদ্ধার করে। পরে উদ্ধারকৃত জেলে ও গ্রেফতারকৃত অপহরনকারীদেরকে দাকোপ থানায় হস্তান্তর করেছে র‌্যাব। ##