১১:০২ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তনের দাবী

দেশে সংঘাত এড়াতে দ্রুত পদত্যাগ করুন : মুফতী ফয়জুল করীম

####

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, দেশে গৃহযুদ্ধের ন্যায় অনিবার্য সংঘাত এড়াতে সরকারকে দ্রুত পদত্যাগের ঘোষণা দিতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান ক্ষমতাসীনদের অধীনে হতে দেয়া হবে না। সরকার সম্মানের সাথে ক্ষমতা না ছাড়লে পদত্যাগে বাধ্য করা হবে। তিনি বলেন, দেশের মানুষ আজ দিশেহারা, লাঞ্চিত, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। দেশে শান্তি নাই-স্বস্তি নাই, ধুকে ধুকে মরছে দেশের জনসাধারণ। আওয়ামীলীগ জনগণের ভোটাধিকার হরণ করছে, দেশের সম্পদ লুটপাট করে নিজেরা সম্পদের পাহাড় গড়েছে ও দেশের জনগণের কথা ভাবে না। তাই তারা ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তোরনে দ্রæত সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ জাতীয় নিবার্চনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন করতে হবে।

তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ দেশকে নরকে পরিণত করেছে। কোথাও শান্তি নেই, নিরাপত্তা নেই। গুম-খুনের আতঙ্কে মানুষ উদ্বিগ্ন ও উৎকন্ঠিত। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ যখন দিশেহারা ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রীর ডিম ফর্মুলা দেশব্যাপী হাস্যরসের সৃষ্টি করেছে। সরকারের মন্ত্রী-এমপিরা সরাসরি সকল সিন্ডিকেটের সাথে জড়িত। এসব সিন্ডিকেটের কাছে সাধারণ মেহনতি মানুষ অসহায় ও জিম্মি হয়ে পড়েছে। সমাবেশ থেকে  মেহনতি, কর্মজীবী, শ্রমজীবী, আলেম-ওলামা, আইনজীবী, বুদ্ধিজীবী, পেশাজীবি সংগঠনসহ সকল শ্রেণিপেশার মানুষকে আওয়ামীলীগের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি। রবিবার (০৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় খুলনা নগরীর শিববাড়ী মোড়ে অযোগ্য প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগসহ নির্বাচন কমিশন বাতিল, সংখানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ শোয়াইব হোসেন। ইসলামী আন্দোলনের খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুাল্লাহ ইমরানের সভাপতিত্বে ও নগর সেক্রেটারি মুফতী ইমরান হুসাইন এবং জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ গালিবের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন খুলনা মহানগর সহসভাপতি মুফতি আমানুল্লাহ্, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, শেখ মোঃ নাসির উদ্দিন, শেখ হাসান ওবায়দুল করিম, মোঃ আবু গালিব, জাহিদুল ইসলাম, মাওলানা দ্বীন ইসলাম, মুফতী আব্দুল জব্বার আযমী, মাওলানা সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, মুফতী আশরাফুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, আলহাজ্ব আবুল কাশেম, মোঃ নিজাম উদ্দিন মল্লিক, এ্যাডঃ কামাল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

গলাচিপায় বিভিন্ন দাবীতে সহকারী শিক্ষকদের মানববন্ধন

সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তনের দাবী

দেশে সংঘাত এড়াতে দ্রুত পদত্যাগ করুন : মুফতী ফয়জুল করীম

প্রকাশিত সময় : ০৭:১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩

####

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, দেশে গৃহযুদ্ধের ন্যায় অনিবার্য সংঘাত এড়াতে সরকারকে দ্রুত পদত্যাগের ঘোষণা দিতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান ক্ষমতাসীনদের অধীনে হতে দেয়া হবে না। সরকার সম্মানের সাথে ক্ষমতা না ছাড়লে পদত্যাগে বাধ্য করা হবে। তিনি বলেন, দেশের মানুষ আজ দিশেহারা, লাঞ্চিত, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। দেশে শান্তি নাই-স্বস্তি নাই, ধুকে ধুকে মরছে দেশের জনসাধারণ। আওয়ামীলীগ জনগণের ভোটাধিকার হরণ করছে, দেশের সম্পদ লুটপাট করে নিজেরা সম্পদের পাহাড় গড়েছে ও দেশের জনগণের কথা ভাবে না। তাই তারা ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তোরনে দ্রæত সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ জাতীয় নিবার্চনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন করতে হবে।

তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ দেশকে নরকে পরিণত করেছে। কোথাও শান্তি নেই, নিরাপত্তা নেই। গুম-খুনের আতঙ্কে মানুষ উদ্বিগ্ন ও উৎকন্ঠিত। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ যখন দিশেহারা ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রীর ডিম ফর্মুলা দেশব্যাপী হাস্যরসের সৃষ্টি করেছে। সরকারের মন্ত্রী-এমপিরা সরাসরি সকল সিন্ডিকেটের সাথে জড়িত। এসব সিন্ডিকেটের কাছে সাধারণ মেহনতি মানুষ অসহায় ও জিম্মি হয়ে পড়েছে। সমাবেশ থেকে  মেহনতি, কর্মজীবী, শ্রমজীবী, আলেম-ওলামা, আইনজীবী, বুদ্ধিজীবী, পেশাজীবি সংগঠনসহ সকল শ্রেণিপেশার মানুষকে আওয়ামীলীগের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি। রবিবার (০৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় খুলনা নগরীর শিববাড়ী মোড়ে অযোগ্য প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগসহ নির্বাচন কমিশন বাতিল, সংখানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ শোয়াইব হোসেন। ইসলামী আন্দোলনের খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুাল্লাহ ইমরানের সভাপতিত্বে ও নগর সেক্রেটারি মুফতী ইমরান হুসাইন এবং জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ গালিবের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন খুলনা মহানগর সহসভাপতি মুফতি আমানুল্লাহ্, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, শেখ মোঃ নাসির উদ্দিন, শেখ হাসান ওবায়দুল করিম, মোঃ আবু গালিব, জাহিদুল ইসলাম, মাওলানা দ্বীন ইসলাম, মুফতী আব্দুল জব্বার আযমী, মাওলানা সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, মুফতী আশরাফুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, আলহাজ্ব আবুল কাশেম, মোঃ নিজাম উদ্দিন মল্লিক, এ্যাডঃ কামাল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। ##