১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

অতীতে সুষ্ঠ নির্বাচন হয়েছে এবং আগামীতেও হবে — প্রবাসী কল্যান মন্ত্রী

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ০৬:৪২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
  • ১৩৫ পড়েছেন

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করার প্রতিশ্রম্নতি দিয়েছেন। করোনার কারণে কাজ কিছুটা পিছিয়ে গিয়েছে। শুক্রবার সকালে পটুয়াখালীর দশমিনায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অদক্ষ হয়ে বিদেশ যাওয়া আর দেশে বসে পানের দোকান দেয়া সমান। দক্ষ না হয়ে বিদেশ গেলে যে টাকা আয় করা যায় তা দেশে থেকেই আয় করা যায়।

দক্ষ হয়ে বিদেশে গেলে প্রতি মাসে ৪০ থেকে ৬০ হাজার টাকা আয় করা যায়। তাই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে সবার বিদেশ যাওয়া উচিত। জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিরোধী দল ও সরকার আলাদা। দুই দলের মধ্যে পার্থক্য থাকবেই। নির্বাচন সুষ্ঠ হবে। চিন্তার কোনো কারণ নেই আর এই মূহুর্তে দেশ ও দেশের মানুষকে বাচাঁতে এই মূহুর্তে শেখ হাসিনা ছাড়া কাউকে চোঁখে পরেনা অতীতে সুষ্ঠ নির্বাচন হয়েছে এবং আগামীতেও হবে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি এসএম শাহজাদা, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত সচিব মো. শহীদুল আলম, পটুয়াখালী জেলা প্রশাাসক মোঃ নূর কুতুবুল আলম, নির্বাহী পরিচলক গণপূর্ত বিভাগ ,পটুয়াখালী, মোঃ হারুন আর রশিদ, পুলিশ সুপার, পটুয়াখালী মোঃ সাইদুল ইসলাম বিপিএম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আজিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাফিসা নাজ নীরা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপি মান্নান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটন সহ অনেকে।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

অতীতে সুষ্ঠ নির্বাচন হয়েছে এবং আগামীতেও হবে — প্রবাসী কল্যান মন্ত্রী

প্রকাশিত সময় : ০৬:৪২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করার প্রতিশ্রম্নতি দিয়েছেন। করোনার কারণে কাজ কিছুটা পিছিয়ে গিয়েছে। শুক্রবার সকালে পটুয়াখালীর দশমিনায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অদক্ষ হয়ে বিদেশ যাওয়া আর দেশে বসে পানের দোকান দেয়া সমান। দক্ষ না হয়ে বিদেশ গেলে যে টাকা আয় করা যায় তা দেশে থেকেই আয় করা যায়।

দক্ষ হয়ে বিদেশে গেলে প্রতি মাসে ৪০ থেকে ৬০ হাজার টাকা আয় করা যায়। তাই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে সবার বিদেশ যাওয়া উচিত। জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিরোধী দল ও সরকার আলাদা। দুই দলের মধ্যে পার্থক্য থাকবেই। নির্বাচন সুষ্ঠ হবে। চিন্তার কোনো কারণ নেই আর এই মূহুর্তে দেশ ও দেশের মানুষকে বাচাঁতে এই মূহুর্তে শেখ হাসিনা ছাড়া কাউকে চোঁখে পরেনা অতীতে সুষ্ঠ নির্বাচন হয়েছে এবং আগামীতেও হবে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি এসএম শাহজাদা, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত সচিব মো. শহীদুল আলম, পটুয়াখালী জেলা প্রশাাসক মোঃ নূর কুতুবুল আলম, নির্বাহী পরিচলক গণপূর্ত বিভাগ ,পটুয়াখালী, মোঃ হারুন আর রশিদ, পুলিশ সুপার, পটুয়াখালী মোঃ সাইদুল ইসলাম বিপিএম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আজিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাফিসা নাজ নীরা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপি মান্নান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটন সহ অনেকে।