১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় এডিস মশার বংশ বিস্তাররোধে পদক্ষেপ নেই-পরিস্থিতি চরম অবনতির আশংকা

####

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় পুলিশ ‍সুপার মো: সাইদুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার(সদর দপ্তর) সোনালী সেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা বক্তৃতা করেন। সভায় সিভিল সার্জন জানান, চলতি বছর দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব অনেক বেশি। এ রোগের জন্য দায়ী এডিস মশার বংশ বিস্তার রোধে এখনও তেমন কোন কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। খুলনা শহরে নির্মাণাধীন ভবনগুলোয় পরিষ্কার পানি দিনের পর দিন জমে থাকতে দেখা যাচ্ছে। যেখানে এডিস মশা বংশ বিস্তার করতে পারে। শহরের যে সকল এলাকায় ডেঙ্গু মশা বিস্তারের সম্ভাবনা সে এলাকাগুলোতে বেশী করে ওষুধ প্রয়োগ ও এডিস মশার লার্ভা চিহ্নিত করে আবাসস্থল ধ্বংসের পদক্ষেপ গ্রহনের প্রচেষ্টা দরকার। ইতিমধ্যেই খুলনা মেডিকেলসহ হাসপাতালুগলোতে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। প্রায় প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। একই সাথে সবাই সচেতন না হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তিনি আরও বলেন, জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কামড়ানো রোগীদের চিকিৎসার জন্য অ্যান্টিভেনম এক সপ্তাহের মাধ্যে পৌঁছে যাবে।

সভায় আইন শৃঙ্খলা বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান ও কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার সোনালী সেন জানান, সাধারণ মানুষ তাদের চারপাশে ঘটা অপরাধ ও অপরাধী তথ্য পুলিশকে জানালে সমাজ থেকে অপরাধমূলক কার্মকান্ড দূর করতে পুলিশ আরও কার্যকর অবদান রাখতে পারবে। আসন্ন দুর্গাপূজা ও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোন কোন গ্রুপ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে। সে বিষয়গুলো প্রতিরোধে পুলিশ সজাগ রয়েছে। মেট্রোপলিটন এলাকায় মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযানে মাদকদ্রব্য আটকের পরিমান বেড়েছে। অপরাধ নিয়ন্ত্রণে মেট্রোপলিটন এলাকায় পুলিশের স্থায়ী চেকপোস্ট ও মোবাইল প্যাট্রোল চলমান রয়েছে। আসন্ন দুর্গাপূজার সময় অপরাধ প্রবণতা ও যানজট নিয়ন্ত্রণে মেট্রোপলিটন পুলিশের বিশেষ পরিকল্পনা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। সভায় জেলা প্রশাসক বলেন, আসন্ন দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরোধে সকল পূজা মন্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের ওপর জোর দিতে হবে। পূজামন্ডপের বিদ্যুৎ সংযোগ নিরাপদ করতে জোর দেয়ার তাগিদ দেন।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, খুলনা জেলা ও মহানগরীতে আগস্ট মাসে ১৬৯টি মামলা দায়ের হয়েছে। যা জুলাই মাসের চেয়ে ৩৪টি কম। খুলনা মহানগরীতে আগস্ট মাসে ২০৪টি মামলা দায়ের হয়েছে। যা জুলাই মাসের চেয়ে ২৮টি বেশি।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

খুলনায় এডিস মশার বংশ বিস্তাররোধে পদক্ষেপ নেই-পরিস্থিতি চরম অবনতির আশংকা

প্রকাশিত সময় : ০১:১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩

####

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় পুলিশ ‍সুপার মো: সাইদুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার(সদর দপ্তর) সোনালী সেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা বক্তৃতা করেন। সভায় সিভিল সার্জন জানান, চলতি বছর দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব অনেক বেশি। এ রোগের জন্য দায়ী এডিস মশার বংশ বিস্তার রোধে এখনও তেমন কোন কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। খুলনা শহরে নির্মাণাধীন ভবনগুলোয় পরিষ্কার পানি দিনের পর দিন জমে থাকতে দেখা যাচ্ছে। যেখানে এডিস মশা বংশ বিস্তার করতে পারে। শহরের যে সকল এলাকায় ডেঙ্গু মশা বিস্তারের সম্ভাবনা সে এলাকাগুলোতে বেশী করে ওষুধ প্রয়োগ ও এডিস মশার লার্ভা চিহ্নিত করে আবাসস্থল ধ্বংসের পদক্ষেপ গ্রহনের প্রচেষ্টা দরকার। ইতিমধ্যেই খুলনা মেডিকেলসহ হাসপাতালুগলোতে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। প্রায় প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। একই সাথে সবাই সচেতন না হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তিনি আরও বলেন, জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কামড়ানো রোগীদের চিকিৎসার জন্য অ্যান্টিভেনম এক সপ্তাহের মাধ্যে পৌঁছে যাবে।

সভায় আইন শৃঙ্খলা বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান ও কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার সোনালী সেন জানান, সাধারণ মানুষ তাদের চারপাশে ঘটা অপরাধ ও অপরাধী তথ্য পুলিশকে জানালে সমাজ থেকে অপরাধমূলক কার্মকান্ড দূর করতে পুলিশ আরও কার্যকর অবদান রাখতে পারবে। আসন্ন দুর্গাপূজা ও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোন কোন গ্রুপ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে। সে বিষয়গুলো প্রতিরোধে পুলিশ সজাগ রয়েছে। মেট্রোপলিটন এলাকায় মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযানে মাদকদ্রব্য আটকের পরিমান বেড়েছে। অপরাধ নিয়ন্ত্রণে মেট্রোপলিটন এলাকায় পুলিশের স্থায়ী চেকপোস্ট ও মোবাইল প্যাট্রোল চলমান রয়েছে। আসন্ন দুর্গাপূজার সময় অপরাধ প্রবণতা ও যানজট নিয়ন্ত্রণে মেট্রোপলিটন পুলিশের বিশেষ পরিকল্পনা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। সভায় জেলা প্রশাসক বলেন, আসন্ন দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরোধে সকল পূজা মন্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের ওপর জোর দিতে হবে। পূজামন্ডপের বিদ্যুৎ সংযোগ নিরাপদ করতে জোর দেয়ার তাগিদ দেন।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, খুলনা জেলা ও মহানগরীতে আগস্ট মাসে ১৬৯টি মামলা দায়ের হয়েছে। যা জুলাই মাসের চেয়ে ৩৪টি কম। খুলনা মহানগরীতে আগস্ট মাসে ২০৪টি মামলা দায়ের হয়েছে। যা জুলাই মাসের চেয়ে ২৮টি বেশি।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ##