১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দশমিনায় মায়ের সাথে অভিমান করে মেয়ের আত্নহত্যা

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ০৬:২৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
  • ১১০ পড়েছেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখলী দশমিনা উপজেলায় বৃহস্পতিবার(১৪সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় মায়ের সাথে অভিমান করে মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার ঘটনা ঘটেছে।
উপজেলার আরোজবেগী ০৮ নং ওয়ার্ড কাপুরিয়াকাচারি গ্রামের বাসিন্দা মোঃকামাল হোসেনের কন্যা শেফা(১৬)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জান যায়,  শেফা ২০২৩ শিক্ষা বর্ষে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে।গত ১৩ সেপ্টেম্বর সকালে মায়ের সাথে কথা-কাটাকাটি হয়। সেই থেকে তার বাবাকে দেখতে মনচায় বলে বাবাকে ফোন করে ঢাকা থেকে আনায়। তার বাবা বৃহস্পতিবার সকালে বাসায় পৌছালে পরিবারের সকলের সাথে এক হয়ে দুপুরের খানা খায়। দুপুরে খানা খেয়ে বাজারে চলে যায় শেফার বাবা। সন্ধ্য ৬ টায় বাসা ফাঁকা পেয়ে শেফ নিজ রুমের ফ্যানের সাথে ওরনা দিয়ে আত্নহত্যা করে। শেফার মা সন্ধ্যা ৬ টায় রুমে ডুকে শেফাকে ফ্যানের সাথে ঝুলতে দেখে ডাকচিৎকার করে এবং পারিবারিবারের সদস্যরা ওরলা কেটে শেফাকে ঘরের মেঝেতে শোয়ায়। দশমিনা থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে শেফার মরদেহ থানায় নিয়ে আসে।
শেফার বাবা মোঃকামাল হোসেন বলেন, আমার এক মেয়ে এক ছেলে ছেলে-মেয়েকে সু-শিক্ষায় শিক্ষিত করার জন্য দূর্গম  গ্রাম থেকে বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহেসনাবাদ একটি বাসায় দীর্ঘ ৭-৮ বছর ভাড়া থাকি। আমি ঢাকায় কাজ করি।গত কাল আমার মেয়ে শেফা ফোন করে বলে তোমাকে দেখতে মন চায় তুমি আজই আসো।আমি ১৪ তরিখ সকালে বাসায় এসে পৌছাই। দুপুরে এক সাথে পরিবারের সকলে খাবার খাই। আমি খানা খেয়ে বাজারে যাই সন্ধ্যায় ফোন করে জানানো হয় শেফা গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করছে। আমি শুনছি গত কাল বুধবার ওর মা ওকে মারছে। এছাড়া কিছুই জানিনা।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, শেফার মরদেহ চরহোসনাবাদ ভাড়া বাসা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।  অপমৃত্যু  মামালা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১ টায় ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়।
Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

দশমিনায় মায়ের সাথে অভিমান করে মেয়ের আত্নহত্যা

প্রকাশিত সময় : ০৬:২৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখলী দশমিনা উপজেলায় বৃহস্পতিবার(১৪সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় মায়ের সাথে অভিমান করে মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার ঘটনা ঘটেছে।
উপজেলার আরোজবেগী ০৮ নং ওয়ার্ড কাপুরিয়াকাচারি গ্রামের বাসিন্দা মোঃকামাল হোসেনের কন্যা শেফা(১৬)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জান যায়,  শেফা ২০২৩ শিক্ষা বর্ষে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে।গত ১৩ সেপ্টেম্বর সকালে মায়ের সাথে কথা-কাটাকাটি হয়। সেই থেকে তার বাবাকে দেখতে মনচায় বলে বাবাকে ফোন করে ঢাকা থেকে আনায়। তার বাবা বৃহস্পতিবার সকালে বাসায় পৌছালে পরিবারের সকলের সাথে এক হয়ে দুপুরের খানা খায়। দুপুরে খানা খেয়ে বাজারে চলে যায় শেফার বাবা। সন্ধ্য ৬ টায় বাসা ফাঁকা পেয়ে শেফ নিজ রুমের ফ্যানের সাথে ওরনা দিয়ে আত্নহত্যা করে। শেফার মা সন্ধ্যা ৬ টায় রুমে ডুকে শেফাকে ফ্যানের সাথে ঝুলতে দেখে ডাকচিৎকার করে এবং পারিবারিবারের সদস্যরা ওরলা কেটে শেফাকে ঘরের মেঝেতে শোয়ায়। দশমিনা থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে শেফার মরদেহ থানায় নিয়ে আসে।
শেফার বাবা মোঃকামাল হোসেন বলেন, আমার এক মেয়ে এক ছেলে ছেলে-মেয়েকে সু-শিক্ষায় শিক্ষিত করার জন্য দূর্গম  গ্রাম থেকে বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহেসনাবাদ একটি বাসায় দীর্ঘ ৭-৮ বছর ভাড়া থাকি। আমি ঢাকায় কাজ করি।গত কাল আমার মেয়ে শেফা ফোন করে বলে তোমাকে দেখতে মন চায় তুমি আজই আসো।আমি ১৪ তরিখ সকালে বাসায় এসে পৌছাই। দুপুরে এক সাথে পরিবারের সকলে খাবার খাই। আমি খানা খেয়ে বাজারে যাই সন্ধ্যায় ফোন করে জানানো হয় শেফা গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করছে। আমি শুনছি গত কাল বুধবার ওর মা ওকে মারছে। এছাড়া কিছুই জানিনা।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, শেফার মরদেহ চরহোসনাবাদ ভাড়া বাসা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।  অপমৃত্যু  মামালা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১ টায় ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়।