১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জীবনে ভালো থাকতে যে বন্ধুকে এড়িয়ে চলবেন

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ১২:২১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • ৫২ পড়েছেন

জীবনের এই পরিভ্রমণে আপনার অনেক বন্ধু তৈরি হবে। সেই বন্ধুদের মধ্যে কেউ কেউ প্রিয় বন্ধু কিংবা জীবন সঙ্গী হয়ে ওঠে। বন্ধু নির্বাচনে যে সব সময় আপনি সফল হবেন সেটা কিন্তু ভুল।

কাউকে চিনলে বা জানলেই যে সে আপনার জন্য ভালো হবে তা কিন্তু নয়। আসলে কমবেশি সবার জীবনেই এমন কিছু বন্ধু থাকে যাদেরকে এড়িয়ে চলাই ভালো।

শৈশবের অসামাজিক বন্ধু

আমরা সাধারণত বয়সের সঙ্গে বেড়ে উঠি, পরিপক্ক হয়ে উঠি ও অন্যের সঙ্গে কি ভাগাভাগি করতে হবে তা বুঝতে শিখি। আমাদের সবার শৈশবে এমন বন্ধু আছে যারা সব সময় আমাদের শৈশব স্মৃতি নিয়ে বিদ্রুপ করে।

আপনার জীবনেও অসামাজিক বন্ধু থাকলে তারা সব কিছু মাটি করে দিতে পারে। আপনার বন্ধুমহলে, অফিসের পরিবেশে কিংবা গার্লফ্রেন্ডের সঙ্গে সুন্দর মুহূর্তে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই তাদের সঙ্গে হাই, হ্যালো পর্যন্ত সম্পর্ক রাখাই ভালো।

যে সব সময় টাকা চায়

বন্ধুর কাছে টাকার জন্য ঘনঘন হাত পাতা শোভনীয় নয়। যে বন্ধু আপনাকে দেখামাত্রই টাকা দাবি করে, তার থেকে বিরত থাকাই ভালো।

কেননা সে আপনার সময়কে জটিল করতে পারে। আপনাকে বিরক্তি এনে দিতে পারে। তাই এমন বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া ভালো নয়।

যে আপনার গোপনীয়তা ফাঁস করে দেয়

যে বন্ধু আপনার দুর্বল দিকগুলো তার বন্ধু ও অন্যান্যদের মাঝে ছড়িয়ে দেয়, তার সঙ্গে বন্ধুত্ব থাকতে পারে না। কারণ বন্ধুত্বে বিশ্বাস জরুরি।

আর যেখানে বিশ্বাস ভেঙে যায়, সেখানে সম্পর্ক টিকতে পারে না। তাই যে বন্ধু আপনার বিশ্বাস ভেঙেছে তাকে এড়িয়ে চলুন।

যে অত্যধিক ব্যস্ততা দেখায়

বন্ধুদের মধ্যে কিছু মানুষ থাকেন যে সর্বদাই ব্যস্ত। কীসের যে ব্যস্ততা তার, তা অবশ্য আপনি বুঝতে পারবেন না। কাজের সময়ে তাকে পাশে পাবেন না। কাজেই এমন বন্ধু থেকেও নিরাপদ দূরত্ব রক্ষা করে চলুন।

যে সব সময় আপনার প্রশংসা করে

বন্ধু আসলে সেই, যিনি আপনার ভালো কাজটির প্রশংসা করবেন, আর আপনার খারাপ কাজটির ভুল ধরিয়ে দেবেন।

তবে ভালো-মন্দ নির্বিশেষে আপনার সব কাজের প্রশংসা করেন যে বন্ধু, তিনি আপনার খুব উপকারী বন্ধু হতে পারেন না। তার থেকে একটু দূরেই থাকুন।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

জীবনে ভালো থাকতে যে বন্ধুকে এড়িয়ে চলবেন

প্রকাশিত সময় : ১২:২১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

জীবনের এই পরিভ্রমণে আপনার অনেক বন্ধু তৈরি হবে। সেই বন্ধুদের মধ্যে কেউ কেউ প্রিয় বন্ধু কিংবা জীবন সঙ্গী হয়ে ওঠে। বন্ধু নির্বাচনে যে সব সময় আপনি সফল হবেন সেটা কিন্তু ভুল।

কাউকে চিনলে বা জানলেই যে সে আপনার জন্য ভালো হবে তা কিন্তু নয়। আসলে কমবেশি সবার জীবনেই এমন কিছু বন্ধু থাকে যাদেরকে এড়িয়ে চলাই ভালো।

শৈশবের অসামাজিক বন্ধু

আমরা সাধারণত বয়সের সঙ্গে বেড়ে উঠি, পরিপক্ক হয়ে উঠি ও অন্যের সঙ্গে কি ভাগাভাগি করতে হবে তা বুঝতে শিখি। আমাদের সবার শৈশবে এমন বন্ধু আছে যারা সব সময় আমাদের শৈশব স্মৃতি নিয়ে বিদ্রুপ করে।

আপনার জীবনেও অসামাজিক বন্ধু থাকলে তারা সব কিছু মাটি করে দিতে পারে। আপনার বন্ধুমহলে, অফিসের পরিবেশে কিংবা গার্লফ্রেন্ডের সঙ্গে সুন্দর মুহূর্তে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই তাদের সঙ্গে হাই, হ্যালো পর্যন্ত সম্পর্ক রাখাই ভালো।

যে সব সময় টাকা চায়

বন্ধুর কাছে টাকার জন্য ঘনঘন হাত পাতা শোভনীয় নয়। যে বন্ধু আপনাকে দেখামাত্রই টাকা দাবি করে, তার থেকে বিরত থাকাই ভালো।

কেননা সে আপনার সময়কে জটিল করতে পারে। আপনাকে বিরক্তি এনে দিতে পারে। তাই এমন বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া ভালো নয়।

যে আপনার গোপনীয়তা ফাঁস করে দেয়

যে বন্ধু আপনার দুর্বল দিকগুলো তার বন্ধু ও অন্যান্যদের মাঝে ছড়িয়ে দেয়, তার সঙ্গে বন্ধুত্ব থাকতে পারে না। কারণ বন্ধুত্বে বিশ্বাস জরুরি।

আর যেখানে বিশ্বাস ভেঙে যায়, সেখানে সম্পর্ক টিকতে পারে না। তাই যে বন্ধু আপনার বিশ্বাস ভেঙেছে তাকে এড়িয়ে চলুন।

যে অত্যধিক ব্যস্ততা দেখায়

বন্ধুদের মধ্যে কিছু মানুষ থাকেন যে সর্বদাই ব্যস্ত। কীসের যে ব্যস্ততা তার, তা অবশ্য আপনি বুঝতে পারবেন না। কাজের সময়ে তাকে পাশে পাবেন না। কাজেই এমন বন্ধু থেকেও নিরাপদ দূরত্ব রক্ষা করে চলুন।

যে সব সময় আপনার প্রশংসা করে

বন্ধু আসলে সেই, যিনি আপনার ভালো কাজটির প্রশংসা করবেন, আর আপনার খারাপ কাজটির ভুল ধরিয়ে দেবেন।

তবে ভালো-মন্দ নির্বিশেষে আপনার সব কাজের প্রশংসা করেন যে বন্ধু, তিনি আপনার খুব উপকারী বন্ধু হতে পারেন না। তার থেকে একটু দূরেই থাকুন।