####
জলবায়ু পরিবর্তনের ফলে দেশের উপকূলের সংকট আগের চেয়ে বেড়েছে। এই সংকট নিরসনে সরকারিভাবে জরুরী উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন জলবায়ু অধিপরামর্শ ফোরামের সকল সদস্য। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে বাগেরহাটের উদয়ন বাংলাদেশ সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স-এর সহযোগিতায় বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়জনে অর্ধবার্ষিক সমন্বয় সভায় এই দাবি তুলে ধরা হয়। ফোরামের সহসভাপতি মুখার্জী রবীন্দ্র নাথ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফোরামের সম্পাদক মোঃ আসাদুজ্জামান শেখ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম মনির, কৃষি বিষয়ক সম্পাদক কাকলী সরকার, সদস্য ও সাংবাদিক আজাদুল হক, এ্যাডভোকেট লুনা সিদ্দিকী, সদস্য এস কে হাছিব, সদস্য শেখ আজমল হোসেন প্রমুখ।
সভায় উপকূলের বর্তমান অবস্থা তুলে ধরে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন আজ মানবতার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের দক্ষিন- পশ্চিম উপকূলীয় অঞ্চল এই জলবায়ু পরিবর্তনের ফলে সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতিতে দক্ষিন- পশ্চিম উপকূলীয় এলাকাকে রক্ষা করার জন্য এই এলাকাকে বিশেষ এলাকা ঘোষণা করে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনার দরকার। এজন্য আসন্ন জাতীয় নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে যেন দক্ষিন-পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য কিছু দাবি সংযুক্ত করা হয় সে বিষয়েও আলোকপাত করা হয়। এছাড়া ও সভায় জলবায়ু পরিবর্তন রোধকল্পে কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় আলোচিত পরিকল্পনা সমূহ উপকূলের জনমানুষের অধিকার রক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।