আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনার ব্যক্তিগত তহবিল থেকে ৭৬টি মন্দিরে অনুদান প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) বেলা ১২ টায় সাহেবগঞ্জস্থ পল্লী ভবনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার শীলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, মেডিকেল অফিসার ডাঃ অনামিকা সরকার, ওসি (তদন্ত) মোঃ মোস্তফা। উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক সহঅধ্যাপক বিপ্লব মিত্রের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল কুমার দাস ঝন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাস শিবু, সহ-সভাপতি বিমল সাহা, বাকেরগঞ্জ বন্দর দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি বরুন কুমার সাহা, দেবালয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি পংকজ দাস। সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বসির আহমেদ সবুজ, যুগ্ন-সাধারন সম্পাদক মানিক হাওলাদার, সহঅধ্যাপক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান কাবেল, কাউন্সিলর জগদীশ মিত্র, বোয়ালিয়া দূর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আশুতোষ ব্রহ্ম প্রমূখ। মতবিনিময় সভায় প্রধান অতিথি বেগম নাসরিন জাহান এমপি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আসন্ন শারদীয় দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীরা যাতে সুস্থ ও সুন্দর পরিবেশে পূজা উদযাপন করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ইতিমধ্যেই নির্দেশ দেয়া হয়েছে। দল-মত নির্বিশেষে সকলে মিলেমিশে এ ধর্মীয় উৎসব উদযাপন করবেন বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
ঘোষণা
বাকেরগঞ্জে ৭৪টি মন্দিরে এমপি রতনার অনুদান প্রদান ও মতবিনিময় সভা
- সংবাদদাতা
- প্রকাশিত সময় : ০৬:৪৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- ১৩১ পড়েছেন
Tag :
জনপ্রিয়