১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল :

মাঠে নেই বিএনপি-জামায়াত, ওর্য়াড বিএনপির অফিসে আগুন, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের মিছিল-সমাবেশ

####

খুলনায় বিএনপি-জামায়াতের ডাকা দিনব্যাপী হরতালে কোন প্রভাব পড়েনি। নগরীজুড়ে দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে।যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে হরতালের সমর্থনে নগরীর কোথাও বিএনপি-জামায়াতের কোন মিছিল ও পিকেটিং দেখা যায়নি। এমনকি বিএনপির দলীয় র্কাযালয়েও কোন নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়নি। তবে মহানগর বি্এনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা জানান, তিনিসহ নেতৃবৃন্দ ঢাকায় অবস্থান করছেন। তবে স্থানীয় নেতৃবৃন্দ হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করার কথা রয়েছে। কতটুকু কি হয়েছে সে বিষয়ে এখনও তিনি কোন খবর পাননি বলে জানান।

এদিকে, নগরীর বৈকালী মোড়ে অবস্থিত ১৪নং ওর্য়াড বি্এনপির র্কাযালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। খবর পেয়ে ফায়র র্সাভিসের সদস্যরা এসে স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়।আগুনে বিএনপি অফিসের মালামাল ও কাগজপত্র পুড়ে যায়।এছাড়া খুলনার আর কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তবে মহানগর জামায়াতের প্রচার সেলের সদস্য এবিন মনির প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে খুলনায় হরতালের সমর্থনে জামায়াতে ইসলামী মিছিল ও পিকেটিং করেছে বলে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে তিনি জানান, অবিলম্বে সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলা, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ নেতা-কর্মীদের মুক্তি এবং ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের বাঁধাদান ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে রোববার ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে খুলনা মহানগর জামায়াতে ইসলামী নগরীর বিভিন্ন স্থানে খন্ড খন্ড মিছিল ও পিকেটিং করেছে। মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমানের নেতৃত্বে মিছিল ও পিকেটিংয়ে খুমহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি আমিরুল ইসলাম,  জামায়াতে ইসলামীর খুলনা সদর থানা আমীর মাওলানা আবু তারিন, হরিণটানা থানা আমীর আব্দুল গফুর, ছাত্রশিবির খুলনা মহানগরীর দপ্তর সম্পাদক সাহাল বিন মতিন, সাহিত্য সম্পাদক মুহা. আবু রাহাত প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিক, বিএনপি-জামায়াতের হরতাল ও পুলিশ হত্যাসহ নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ পৃথক মিছিল ও সমাবেশ করেছে। রবিবার সকালে খুলনা মহানগর ও জেরা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় র্কাযালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় র্কাযারয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত ঞয়। সমাবেশে মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেরা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমডিএ. বাবুল রানা, দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ, জেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক কামরুজ্জামান জামাল, যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, সাধারন সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, এ্যাড. আনিসুর রহমান পপলু, শ্যামল সিংহ রায় প্রমুখ।

এছাড়া মহানগর যুবলীগের উদ্যোগে দলীয় র্কাযালয় থেকে বি্এনপি-জামায়াতের হরতাল এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। নগরীর প্রধান প্রধান সড়ক মিছিল প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, সাধারন সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন ও মো: হারুনুর রশিদসহ নেতৃবৃন্দ।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো: আজিজুর রহমান রাসেলের নেতৃত্বে হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীল বিভিন্ন স্থানে খন্ড খন্ড মিছিল শেষে শহীদ হাদিস র্পাকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যদিকে, মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: আসাদুজ্জামান রাসেলের নেতৃত্বে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মোটর সাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। মিছিল ও মহড়া শেষে দলীয় র্কাযালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

এদিকে, হরতালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীতে পুলিশ ও র‌্যাবের টহল জোরদার করা হয়েছে। নগরীর মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। ##

 

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল :

মাঠে নেই বিএনপি-জামায়াত, ওর্য়াড বিএনপির অফিসে আগুন, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের মিছিল-সমাবেশ

প্রকাশিত সময় : ০৩:৪৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

####

খুলনায় বিএনপি-জামায়াতের ডাকা দিনব্যাপী হরতালে কোন প্রভাব পড়েনি। নগরীজুড়ে দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে।যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে হরতালের সমর্থনে নগরীর কোথাও বিএনপি-জামায়াতের কোন মিছিল ও পিকেটিং দেখা যায়নি। এমনকি বিএনপির দলীয় র্কাযালয়েও কোন নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়নি। তবে মহানগর বি্এনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা জানান, তিনিসহ নেতৃবৃন্দ ঢাকায় অবস্থান করছেন। তবে স্থানীয় নেতৃবৃন্দ হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করার কথা রয়েছে। কতটুকু কি হয়েছে সে বিষয়ে এখনও তিনি কোন খবর পাননি বলে জানান।

এদিকে, নগরীর বৈকালী মোড়ে অবস্থিত ১৪নং ওর্য়াড বি্এনপির র্কাযালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। খবর পেয়ে ফায়র র্সাভিসের সদস্যরা এসে স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়।আগুনে বিএনপি অফিসের মালামাল ও কাগজপত্র পুড়ে যায়।এছাড়া খুলনার আর কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তবে মহানগর জামায়াতের প্রচার সেলের সদস্য এবিন মনির প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে খুলনায় হরতালের সমর্থনে জামায়াতে ইসলামী মিছিল ও পিকেটিং করেছে বলে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে তিনি জানান, অবিলম্বে সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলা, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ নেতা-কর্মীদের মুক্তি এবং ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের বাঁধাদান ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে রোববার ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে খুলনা মহানগর জামায়াতে ইসলামী নগরীর বিভিন্ন স্থানে খন্ড খন্ড মিছিল ও পিকেটিং করেছে। মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমানের নেতৃত্বে মিছিল ও পিকেটিংয়ে খুমহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি আমিরুল ইসলাম,  জামায়াতে ইসলামীর খুলনা সদর থানা আমীর মাওলানা আবু তারিন, হরিণটানা থানা আমীর আব্দুল গফুর, ছাত্রশিবির খুলনা মহানগরীর দপ্তর সম্পাদক সাহাল বিন মতিন, সাহিত্য সম্পাদক মুহা. আবু রাহাত প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিক, বিএনপি-জামায়াতের হরতাল ও পুলিশ হত্যাসহ নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ পৃথক মিছিল ও সমাবেশ করেছে। রবিবার সকালে খুলনা মহানগর ও জেরা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় র্কাযালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় র্কাযারয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত ঞয়। সমাবেশে মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেরা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমডিএ. বাবুল রানা, দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ, জেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক কামরুজ্জামান জামাল, যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, সাধারন সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, এ্যাড. আনিসুর রহমান পপলু, শ্যামল সিংহ রায় প্রমুখ।

এছাড়া মহানগর যুবলীগের উদ্যোগে দলীয় র্কাযালয় থেকে বি্এনপি-জামায়াতের হরতাল এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। নগরীর প্রধান প্রধান সড়ক মিছিল প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, সাধারন সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন ও মো: হারুনুর রশিদসহ নেতৃবৃন্দ।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো: আজিজুর রহমান রাসেলের নেতৃত্বে হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীল বিভিন্ন স্থানে খন্ড খন্ড মিছিল শেষে শহীদ হাদিস র্পাকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যদিকে, মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: আসাদুজ্জামান রাসেলের নেতৃত্বে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও মোটর সাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। মিছিল ও মহড়া শেষে দলীয় র্কাযালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

এদিকে, হরতালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীতে পুলিশ ও র‌্যাবের টহল জোরদার করা হয়েছে। নগরীর মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। ##