১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় বিএনপি-জামায়াতের খন্ড মিছিল, পুলিশের লাঠিচার্জ, বি্এনপির ১০কর্মী আটক

####

খুলনায় অবরোধের সমর্থনে দ্বিতীয় দিনে পৃথক খন্ড মিছিল করেছে বিএনপি ও জামায়াত। বুধবার সকালে মহানগর ও জেলা বিএনপি এবং সদর থানার যৌথ উদ্যোগে ফেরিঘাট এলাকায় ও খালিশপুর নতুনরাস্তা এলাকায় জামায়াতের নেতাকর্মীরা মিছিল বের করে। এদিন সকালে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে খানজাহান রোড ও ফুলমার্কেট এলাকায় পৌছালে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ বিএনপির ৩কর্মীকে আটক করে। এছাড়া নগরীর বিভিন্ন এলাকা থেকেপু লিশ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে বিএনপি। গ্রেফতারকৃতরা হলো-২৬নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ও মহানগর বিএনপির সদস্য শেখ জামাল উদ্দিন, ০১নং ওয়ার্ড বিএনপি নেতা আইয়ুব আলী,যুবদল নেতা আল-আমিন, ছাত্রদল নেতা নুরুজ্জামান সাগর, ৩১নং বিএনপির যুগ্মআহবায়ক আসাদুজ্জামান আসাদ,২৪নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান লিটন, ২১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রুবেল জমাদ্দার, শ্রমিকদলের কালাম, শাহিন, বিএনপি নেতা বিল্লাল হোসেন। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, আবু হোসেন বাবু, এবাদুল হক রুবায়েত, আব্দুল মান্নান মিস্ত্রিসহ নেতৃবৃন্দ।

এ সময় বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচারী সরকারের পদত্যাগের দাবিতে অবরোধ চলছে। শান্তিপুর্ণ অবরোধে পুলিশের গুলিতে দলের কয়েকজন নিহত হয়েছে, রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে, সারাদেশে মানুষের ওপর নির্বিচারে গুলি করা হচ্ছে। ২৮অক্টোবরের ঘটনা এবং অবরোধে সারাদেশে উত্তপ্ত পরিস্থিতির জন্য সরকার দায়ী।হামলা-মামলা-গ্রেফতার করে সরকার টিকতে পারবে না। আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হবে।

এদিকে, খুলনায় দ্বিতীয় দিনের অবরোধের সমর্থনে খালিশপুর এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে জামায়াতের নেতাকর্মীরা। মহানগর জামায়াতের উদ্যোগে জামায়াতে শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর নেতৃত্বে রেলপথ অবরোধকালে উপস্থিত ছিলেন খালিশপুর থানা আমীর আবু মাহির, ইসলামী ছাত্রশিবিরের মহানগর সেক্রেটারি ছাত্রনেতা আমিরুল ইসলাম, দৌলতপুর থানা জামায়াত নেতা আতাউল্লাহ মোহাম্মদসহ নেতৃবৃন্দ। এ সময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা ছাড়া তারা ঘরে ফিরে যাবে না।

তবে বিএনপি-জামাতের অবরোধের দ্বিতীয় দিনে খুলনায় সবকিছুই স্বাবাবিক ছিল। বাস, ট্রেন ও ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল করেছে। দুরপাল্রার পরিবহনগুলো সঠিক সময়ে সোনাডাঙ্গা বাসর্টামিনাল থেকে ছেড়ে গেছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।   ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

খুলনায় বিএনপি-জামায়াতের খন্ড মিছিল, পুলিশের লাঠিচার্জ, বি্এনপির ১০কর্মী আটক

প্রকাশিত সময় : ০৭:০১:৩২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

####

খুলনায় অবরোধের সমর্থনে দ্বিতীয় দিনে পৃথক খন্ড মিছিল করেছে বিএনপি ও জামায়াত। বুধবার সকালে মহানগর ও জেলা বিএনপি এবং সদর থানার যৌথ উদ্যোগে ফেরিঘাট এলাকায় ও খালিশপুর নতুনরাস্তা এলাকায় জামায়াতের নেতাকর্মীরা মিছিল বের করে। এদিন সকালে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে খানজাহান রোড ও ফুলমার্কেট এলাকায় পৌছালে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ বিএনপির ৩কর্মীকে আটক করে। এছাড়া নগরীর বিভিন্ন এলাকা থেকেপু লিশ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে বিএনপি। গ্রেফতারকৃতরা হলো-২৬নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ও মহানগর বিএনপির সদস্য শেখ জামাল উদ্দিন, ০১নং ওয়ার্ড বিএনপি নেতা আইয়ুব আলী,যুবদল নেতা আল-আমিন, ছাত্রদল নেতা নুরুজ্জামান সাগর, ৩১নং বিএনপির যুগ্মআহবায়ক আসাদুজ্জামান আসাদ,২৪নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান লিটন, ২১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রুবেল জমাদ্দার, শ্রমিকদলের কালাম, শাহিন, বিএনপি নেতা বিল্লাল হোসেন। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, আবু হোসেন বাবু, এবাদুল হক রুবায়েত, আব্দুল মান্নান মিস্ত্রিসহ নেতৃবৃন্দ।

এ সময় বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচারী সরকারের পদত্যাগের দাবিতে অবরোধ চলছে। শান্তিপুর্ণ অবরোধে পুলিশের গুলিতে দলের কয়েকজন নিহত হয়েছে, রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে, সারাদেশে মানুষের ওপর নির্বিচারে গুলি করা হচ্ছে। ২৮অক্টোবরের ঘটনা এবং অবরোধে সারাদেশে উত্তপ্ত পরিস্থিতির জন্য সরকার দায়ী।হামলা-মামলা-গ্রেফতার করে সরকার টিকতে পারবে না। আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হবে।

এদিকে, খুলনায় দ্বিতীয় দিনের অবরোধের সমর্থনে খালিশপুর এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে জামায়াতের নেতাকর্মীরা। মহানগর জামায়াতের উদ্যোগে জামায়াতে শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর নেতৃত্বে রেলপথ অবরোধকালে উপস্থিত ছিলেন খালিশপুর থানা আমীর আবু মাহির, ইসলামী ছাত্রশিবিরের মহানগর সেক্রেটারি ছাত্রনেতা আমিরুল ইসলাম, দৌলতপুর থানা জামায়াত নেতা আতাউল্লাহ মোহাম্মদসহ নেতৃবৃন্দ। এ সময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা ছাড়া তারা ঘরে ফিরে যাবে না।

তবে বিএনপি-জামাতের অবরোধের দ্বিতীয় দিনে খুলনায় সবকিছুই স্বাবাবিক ছিল। বাস, ট্রেন ও ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল করেছে। দুরপাল্রার পরিবহনগুলো সঠিক সময়ে সোনাডাঙ্গা বাসর্টামিনাল থেকে ছেড়ে গেছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।   ##