১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নারী নিপীড়কদের বিরুদ্ধে আরো কঠোর হতে হবে : সিটি মেয়র

####

খুলনার সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নারী নিপীড়নকারীদের বিরুদ্ধে আরো কঠোরতা অবলম্বন করতে হবে। সরকার নারী নির্যাতন প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। অনেক আইন এবং বিধি-বিধান থাকলেও জনগণের সহযোগিতা ছাড়া দেশকে নারী নির্যাতনমুক্ত করা সম্ভব হবে না। আমরা যে যে অবস্থানে আছি সচেতন সবাইকে নারী নির্যাতন বন্ধে ভূমিকা পালন করতে হবে। রূপান্তরের আয়োজনে “মোমবাতি প্রজ্জ্বলন ও আঁধার ভাঙ্গার শপথ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে বুধবার সন্ধ্যায় খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা, নারী শিশু ট্রাইবুন্যালের বিশেষ পিপি এ্যাডভোকেট অলোকানন্দা দাস, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা বিভাগীয় সমন্বয়কারী এ্যাডভোকেট মোমিনুল ইসলাম। রূপান্তরের কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান  রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। মোমবাতি প্রজ্জ্বলন ও আঁধার ভাঙ্গার শপথ অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে রূপান্তর আয়োজিত আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি হলো। এ উপলক্ষে রূপান্তর গত ২৭ নভেম্বর অনলাইনে জুম প্লাটফর্মে এক আলোচনা সভার আয়োজন করে।  সভায় রূপান্তরের সর্বস্তরের কর্মীরা ছাড়াও খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন প্রকল্পের অংশীজন অংশগ্রহণ করেন।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

নারী নিপীড়কদের বিরুদ্ধে আরো কঠোর হতে হবে : সিটি মেয়র

প্রকাশিত সময় : ০৭:২২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩

####

খুলনার সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নারী নিপীড়নকারীদের বিরুদ্ধে আরো কঠোরতা অবলম্বন করতে হবে। সরকার নারী নির্যাতন প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। অনেক আইন এবং বিধি-বিধান থাকলেও জনগণের সহযোগিতা ছাড়া দেশকে নারী নির্যাতনমুক্ত করা সম্ভব হবে না। আমরা যে যে অবস্থানে আছি সচেতন সবাইকে নারী নির্যাতন বন্ধে ভূমিকা পালন করতে হবে। রূপান্তরের আয়োজনে “মোমবাতি প্রজ্জ্বলন ও আঁধার ভাঙ্গার শপথ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে বুধবার সন্ধ্যায় খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা, নারী শিশু ট্রাইবুন্যালের বিশেষ পিপি এ্যাডভোকেট অলোকানন্দা দাস, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা বিভাগীয় সমন্বয়কারী এ্যাডভোকেট মোমিনুল ইসলাম। রূপান্তরের কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান  রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। মোমবাতি প্রজ্জ্বলন ও আঁধার ভাঙ্গার শপথ অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে রূপান্তর আয়োজিত আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি হলো। এ উপলক্ষে রূপান্তর গত ২৭ নভেম্বর অনলাইনে জুম প্লাটফর্মে এক আলোচনা সভার আয়োজন করে।  সভায় রূপান্তরের সর্বস্তরের কর্মীরা ছাড়াও খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন প্রকল্পের অংশীজন অংশগ্রহণ করেন।