১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

যশোর ৬টি আসনের দুটিতে স্ব্তন্ত্র চমকে প্রতিমন্ত্রী ও প্রভাবশালী সংসদ সদস্য ধরাশায়ী

####

যশোর ৬টি আসনের চমকে প্রতিমন্ত্রী ও প্রভাবশালী আওয়ামীলীগ সংসদ সদস্যের ভরাডুবি হয়েছে। জেলার ৬টি আসনের মধ্যে চারটিতে নৌকা বিজয়ী হয়েছেন। যশোর (শার্শা)-১ আসনে মোট ভোটারের সংখ্যা ২,৯৪৬৯২ জন। এরমধ্যে নৌকা প্রতীকের প্রার্থী শেখ আফিল উদ্দিন ১ লাখ ৫ হাজার ৪৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী আশরাফুল আলম লিটন পেয়েছেন ১৯,৪৭৭ ভোট। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আখতারুজ্জাম পেয়েছেন ২১৫১ ভোট।

যশোর (ঝিকরগাছা চৌগাছায়)- ২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন পেয়েছে ১ লাখ ৬ হাজার ৩৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম ৭৫ হাজার ৮৮২ভোট, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম হাবিব ২২২, লাঙল প্রতীকের জাতীয় পার্টি ফিরোজ শাহ ১৯৫০,  বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতিকের প্রার্থী আব্দুল আউয়াল ১২৪৫ ভোট পেয়েছেন।

যশোর (সদর)- ৩ আসন নৌকা প্রতীকের কাজী নাবিল আহমেদ পেয়েছেন ১ লাখ ২১৭২০ ভোট পেয় বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মোহিত কুমার নাথ পেয়েছেন ৬৪৫১১, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মাহবুব আলম পেয়েছেন ৩৭১০, খিলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের মোহাম্মদ তৌহিদুজ্জাম পেয়েছেন ১২৬৪ ভোট।

যশোর(বাঘারপাড়া-অভয়নগর)- ৪ আসনে নৌকা প্রতীকের এনামুল হক বাবুল ১ লাখ ৮১ হাজার ২৯৫ পেয়ে নির্বাচিত হয়েণে।  ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রণজিৎ রয় ৫৮৬, লাঙ্গল প্রতীকের প্রার্থী জহিরুল হক ১০৩৪৬, তৃণমূল বিএনপি সোনালী আঁশ প্রতীকের সাব্বির আহমেদ ১৬৬৬ ভোট পেয়েছেন।

যশোর (মনিরামপুর)-৫ আসন মোট ১২৮ কেন্দ্রের ফলাফলে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী- ৭৭৪৬৮ ভোট পেয় বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের স্বপন ভট্টাচার্য- ৭২৩৩২ ভোট পান।

যশোর (কেশবপুর)-৬ আসনের স্বতন্ত্র ঈগল প্রতীক আজিজুল ইসলাম ৯ হাজার ৬৮১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। এ কেন্দ্রটিতে মোট ভোট কেন্দ্র ৮১ টি। ভোটের ফলাফলে ৮১ টি নৌকা প্রতীকের শাহীন চাকলাদারের পেয়েছেন ৩৯ হাজার ২৬৭ ভোট  স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান ঈগল প্রতীক পেয়েছেন ৪৮ হাজার ৯৪৮ ভোট। অপার স্বতন্ত্র প্রার্থ কাঁচি প্রতীকের আমির হোসেন পেয়েছেন ১৭২৫৫ ভোট ।জাতীয় পার্টির জিএম হাসান লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫৯ ভোট ।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

যশোর ৬টি আসনের দুটিতে স্ব্তন্ত্র চমকে প্রতিমন্ত্রী ও প্রভাবশালী সংসদ সদস্য ধরাশায়ী

প্রকাশিত সময় : ০২:২৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪

####

যশোর ৬টি আসনের চমকে প্রতিমন্ত্রী ও প্রভাবশালী আওয়ামীলীগ সংসদ সদস্যের ভরাডুবি হয়েছে। জেলার ৬টি আসনের মধ্যে চারটিতে নৌকা বিজয়ী হয়েছেন। যশোর (শার্শা)-১ আসনে মোট ভোটারের সংখ্যা ২,৯৪৬৯২ জন। এরমধ্যে নৌকা প্রতীকের প্রার্থী শেখ আফিল উদ্দিন ১ লাখ ৫ হাজার ৪৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী আশরাফুল আলম লিটন পেয়েছেন ১৯,৪৭৭ ভোট। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আখতারুজ্জাম পেয়েছেন ২১৫১ ভোট।

যশোর (ঝিকরগাছা চৌগাছায়)- ২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন পেয়েছে ১ লাখ ৬ হাজার ৩৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম ৭৫ হাজার ৮৮২ভোট, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম হাবিব ২২২, লাঙল প্রতীকের জাতীয় পার্টি ফিরোজ শাহ ১৯৫০,  বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতিকের প্রার্থী আব্দুল আউয়াল ১২৪৫ ভোট পেয়েছেন।

যশোর (সদর)- ৩ আসন নৌকা প্রতীকের কাজী নাবিল আহমেদ পেয়েছেন ১ লাখ ২১৭২০ ভোট পেয় বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মোহিত কুমার নাথ পেয়েছেন ৬৪৫১১, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মাহবুব আলম পেয়েছেন ৩৭১০, খিলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের মোহাম্মদ তৌহিদুজ্জাম পেয়েছেন ১২৬৪ ভোট।

যশোর(বাঘারপাড়া-অভয়নগর)- ৪ আসনে নৌকা প্রতীকের এনামুল হক বাবুল ১ লাখ ৮১ হাজার ২৯৫ পেয়ে নির্বাচিত হয়েণে।  ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রণজিৎ রয় ৫৮৬, লাঙ্গল প্রতীকের প্রার্থী জহিরুল হক ১০৩৪৬, তৃণমূল বিএনপি সোনালী আঁশ প্রতীকের সাব্বির আহমেদ ১৬৬৬ ভোট পেয়েছেন।

যশোর (মনিরামপুর)-৫ আসন মোট ১২৮ কেন্দ্রের ফলাফলে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী- ৭৭৪৬৮ ভোট পেয় বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের স্বপন ভট্টাচার্য- ৭২৩৩২ ভোট পান।

যশোর (কেশবপুর)-৬ আসনের স্বতন্ত্র ঈগল প্রতীক আজিজুল ইসলাম ৯ হাজার ৬৮১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। এ কেন্দ্রটিতে মোট ভোট কেন্দ্র ৮১ টি। ভোটের ফলাফলে ৮১ টি নৌকা প্রতীকের শাহীন চাকলাদারের পেয়েছেন ৩৯ হাজার ২৬৭ ভোট  স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান ঈগল প্রতীক পেয়েছেন ৪৮ হাজার ৯৪৮ ভোট। অপার স্বতন্ত্র প্রার্থ কাঁচি প্রতীকের আমির হোসেন পেয়েছেন ১৭২৫৫ ভোট ।জাতীয় পার্টির জিএম হাসান লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫৯ ভোট ।