১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দশমিনায় নৌ-পুলিশ ফাঁড়ির কম্বিং অপারেশনে ৫ জেলে আটক

####

পটুয়াখালী দশমিনা উপজেলায় মঙ্গলবার তেতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে নৌ-পুলিশ ফাঁড়ি দশমিনা উপ পুলিশ পরিদর্শক (এসআই) আসরাফ সহ সঙ্গীয ফোর্স কাম্বিং অপারেশন পরিচালনা করে কাটেন্টজাল দিয়ে অবৈধ মাৎস্য স্বীকার কার সময় ৫ জেলে, একটি ৩৫ ঘোড়া ইঞ্জিন চালিত ট্রলার, ৪৫ হাত লাম্বা ও ১০ কেজি জাটাকা আটক করে। আটককৃতরা হলেন মোঃ মিরাজ শরীফ(৩০), রিপন(২৫) পিতামৃত সেকান্দর হাং, কাশেম মৃধা(৩০)পিতা হাসন মৃধা, মোঃ মানিক হাং পিতা কালম হাং, আবুল খায়ের পিতা মৃত আবুল হোসেম সাং চন্দ্র মোহান, থানা –বন্দর থানা, জেলা- বরিশাল।১০ কেজি জাটকা, জাল ১হাজাট মিটা, নৌকা ৩৫ ঘোরা,  ৪৫ হাত লাম্বা।

উপজেলা নৌ-পুলিশ ফাঁড়ি উপ পুলিশ পরিদর্শক (এসআই) আসরাফ বলেন, অবৈধ কারেন্ট জাল দিয়ে মাৎস্য স্বীকারের সম ৫ জনকে আটক করে নিয়মিত মামলা দেয়া হয় এবং ১টি ইঞ্জিন চালিত ট্রলার ও ১০ কেজি জাটকা আটক করে জব্দ করা হয়। জাটকা ইলিশ  মাছ এতিমদের মাঝে বিতরণ করা হয়। এ কম্বিং অপারেশন নিয়মিত চলোমান থাকবে।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

দশমিনায় নৌ-পুলিশ ফাঁড়ির কম্বিং অপারেশনে ৫ জেলে আটক

প্রকাশিত সময় : ০২:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪

####

পটুয়াখালী দশমিনা উপজেলায় মঙ্গলবার তেতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে নৌ-পুলিশ ফাঁড়ি দশমিনা উপ পুলিশ পরিদর্শক (এসআই) আসরাফ সহ সঙ্গীয ফোর্স কাম্বিং অপারেশন পরিচালনা করে কাটেন্টজাল দিয়ে অবৈধ মাৎস্য স্বীকার কার সময় ৫ জেলে, একটি ৩৫ ঘোড়া ইঞ্জিন চালিত ট্রলার, ৪৫ হাত লাম্বা ও ১০ কেজি জাটাকা আটক করে। আটককৃতরা হলেন মোঃ মিরাজ শরীফ(৩০), রিপন(২৫) পিতামৃত সেকান্দর হাং, কাশেম মৃধা(৩০)পিতা হাসন মৃধা, মোঃ মানিক হাং পিতা কালম হাং, আবুল খায়ের পিতা মৃত আবুল হোসেম সাং চন্দ্র মোহান, থানা –বন্দর থানা, জেলা- বরিশাল।১০ কেজি জাটকা, জাল ১হাজাট মিটা, নৌকা ৩৫ ঘোরা,  ৪৫ হাত লাম্বা।

উপজেলা নৌ-পুলিশ ফাঁড়ি উপ পুলিশ পরিদর্শক (এসআই) আসরাফ বলেন, অবৈধ কারেন্ট জাল দিয়ে মাৎস্য স্বীকারের সম ৫ জনকে আটক করে নিয়মিত মামলা দেয়া হয় এবং ১টি ইঞ্জিন চালিত ট্রলার ও ১০ কেজি জাটকা আটক করে জব্দ করা হয়। জাটকা ইলিশ  মাছ এতিমদের মাঝে বিতরণ করা হয়। এ কম্বিং অপারেশন নিয়মিত চলোমান থাকবে।