১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক দূর্ঘটনা শিক্ষক আহত

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ০৪:১৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ৭১ পড়েছেন

মো.বেল্লাল হোসেন,দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী দশমিনায় গত বৃহস্পতিবার(২২ফেব্রুয়ারি) রাত ৮ টায় দশমিনা— বাউফল উপজেলার সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজের সামনের রাস্তায় সড়ক দূর্ঘটনায় সাবেক সহকারি শিক্ষক আহতের ঘটনা ঘটে।
আহত শিক্ষক উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের গছানী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক মতিউর রহমান খাঁন।
জানা যায়, মতিউর রহমান খান দশমিনা থেকে তাহার নিজ বাড়ি গছানী যাবার পথে দশমিনা—কালাইয়া সড়কের সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজের সামনের রাস্তায় একটি থাইগ্লাস পরিবহন মিনি ট্রাক মতিউর রহমানকে চাপা দেয়। মতিউর রহমান খাঁন ঘটনা স্থলে থাই গ্লাসের উপর পরে গলায় ভেইনে কাটা জখম হন। এলাকার লোক জন ট্রাকটি আটক করেন, চালক পালিয়ে যায়। এলাকার লোকজন রক্তাক্ত অবস্থায় মতিউর রহমানকে উদ্ধার করে দশমিনা হসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শে—রে—ই বাংলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করেন।
প্রত্যক্ষদর্শী হ্নদয় চন্দ্র শীল জানান দশমিনা বাউফল সড়কের সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজের সামনের রাস্তা দিয়ে দ্রুত গতিতে বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি) রাত ৮ টায় একটি থাই গ্লাস পরিবহন মিনি ট্রাকের সাথে মতিউর রহমান মাস্টারের সাইকেল চাপা দেয়। আমরা কয়েকজন চায়ের দোকানে বসা ছিলাম মতিউর রহমানের চিৎকারশুনে গিয়ে দেখি স্যার রাস্তার উপর ছটপট করছেন । রক্তাক্ত অবস্থায় দশমিনা হাসপাতালে নিয়ে আসি। ট্রাকটিকে আটক করি থানায় দেয়া হয়, চালক পালিয়ে যায়।
মতিউর রহমানের ছোট ভাই মোফাজ্জেল মাস্টার বলেন, আমি ভাইয়ের দূর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি। গলার ভেইন কেটে যায় তাহাতে রক্ত থামানো যাচ্ছে না তাই বরিশাল শে—রে—ই বাংলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ডাঃ রাহুল বিন হালিম জানান, মতিউর রহমানের প্রচুর পরিমানে ব্লাডিং হচ্ছে। তার অবস্থা আশংকা জনক তাই বরিশাল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরুল ইসলাম মজুমদার জানান ঘটনার বিষয় শুনেছি। থাই গ্লাস পরিবহনের মিনি ট্রাকটি থানা হেফাজতে আনা হয়েছে । চালকের সন্ধান চলছে।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

সড়ক দূর্ঘটনা শিক্ষক আহত

প্রকাশিত সময় : ০৪:১৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪

মো.বেল্লাল হোসেন,দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী দশমিনায় গত বৃহস্পতিবার(২২ফেব্রুয়ারি) রাত ৮ টায় দশমিনা— বাউফল উপজেলার সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজের সামনের রাস্তায় সড়ক দূর্ঘটনায় সাবেক সহকারি শিক্ষক আহতের ঘটনা ঘটে।
আহত শিক্ষক উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের গছানী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক মতিউর রহমান খাঁন।
জানা যায়, মতিউর রহমান খান দশমিনা থেকে তাহার নিজ বাড়ি গছানী যাবার পথে দশমিনা—কালাইয়া সড়কের সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজের সামনের রাস্তায় একটি থাইগ্লাস পরিবহন মিনি ট্রাক মতিউর রহমানকে চাপা দেয়। মতিউর রহমান খাঁন ঘটনা স্থলে থাই গ্লাসের উপর পরে গলায় ভেইনে কাটা জখম হন। এলাকার লোক জন ট্রাকটি আটক করেন, চালক পালিয়ে যায়। এলাকার লোকজন রক্তাক্ত অবস্থায় মতিউর রহমানকে উদ্ধার করে দশমিনা হসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শে—রে—ই বাংলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করেন।
প্রত্যক্ষদর্শী হ্নদয় চন্দ্র শীল জানান দশমিনা বাউফল সড়কের সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজের সামনের রাস্তা দিয়ে দ্রুত গতিতে বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি) রাত ৮ টায় একটি থাই গ্লাস পরিবহন মিনি ট্রাকের সাথে মতিউর রহমান মাস্টারের সাইকেল চাপা দেয়। আমরা কয়েকজন চায়ের দোকানে বসা ছিলাম মতিউর রহমানের চিৎকারশুনে গিয়ে দেখি স্যার রাস্তার উপর ছটপট করছেন । রক্তাক্ত অবস্থায় দশমিনা হাসপাতালে নিয়ে আসি। ট্রাকটিকে আটক করি থানায় দেয়া হয়, চালক পালিয়ে যায়।
মতিউর রহমানের ছোট ভাই মোফাজ্জেল মাস্টার বলেন, আমি ভাইয়ের দূর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি। গলার ভেইন কেটে যায় তাহাতে রক্ত থামানো যাচ্ছে না তাই বরিশাল শে—রে—ই বাংলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ডাঃ রাহুল বিন হালিম জানান, মতিউর রহমানের প্রচুর পরিমানে ব্লাডিং হচ্ছে। তার অবস্থা আশংকা জনক তাই বরিশাল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরুল ইসলাম মজুমদার জানান ঘটনার বিষয় শুনেছি। থাই গ্লাস পরিবহনের মিনি ট্রাকটি থানা হেফাজতে আনা হয়েছে । চালকের সন্ধান চলছে।