১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

‌মোল্লাহা‌টে এসএসসি ১৯৭২-২০১৮ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত 

####

“জা‌নিনা আজ কোথায় আ‌ছো, কেমন আ‌ছো আমার বন্ধু-বান্ধবী , কোন দে‌শে‌তে কোন বা‌ড়ি‌তে তোমার বস‌তি !”
লাগামহীন বাত‌াসে উ‌ড়ি‌য়ে দেওয়া বহু‌দি‌নের আ‌বেগময় প্রশ্ন‌কে বাস্তব করতে একঝাঁক তরুন তরুণীসহ শিক্ষার্থীরা সক‌লে স্মৃ‌তি‌ মিলন মেলায় মি‌লিত হয়। হাসি-আড্ড, স্মৃতিচারণ ও নানা আনুষ্ঠানিকতায় মেতে উঠেছিল বিদ্যাল‌য়ের প্রঙ্গন । “স্মৃ‌তির টা‌নে প্রিয় প্রাঙ্গ‌নে, এ‌সো মি‌লি প্রা‌ণের বন্ধ‌নে”। কচু‌ড়িয়া বাজার হাজী ছা‌বের মোল্লা মেমো‌রিয়াল মাধ্য‌মিক বিদ্যালয়ের ১ম পুন‌র্মিলনী অনুষ্ঠান-২০২৪ ইংরেজী অনুষ্ঠিত হ‌য় । ১২ই এ‌প্রিল (শুক্রবার) বিদ্যাল‌য়ের সবুজ এই চত্ব‌রে পুন‌র্মিলনী অনুষ্ঠান অনু‌ষ্ঠি হ‌য়ে‌ছে। ৮:৩০ মি‌নি‌টে ভেন্যুতে প্র‌বেশ ও আসন গ্রহন । ৯ টায় প‌বিত্র কোরান থে‌কে তে‌লোয়াত ও গীতা পাঠ , ৯:২০ মি‌নি‌টে জাতীয় সংগীত প‌রি‌বেশ‌ন ও স্বাগত বক্তব্য ।

প‌রে প্রধান অ‌তি‌থি ও অত্র স্কু‌লের সভাপ‌তি শাহীনুল আলম ছানা , সা‌বেক সভাপ‌তি- জিহাদ মোল্লা , ‌মোঃ আসলাম উদ্দীন মোল্লা-আহবায়ক, পুন‌র্মিলনী আ‌য়োজক ক‌মি‌টি , মোল্লা আ‌নিচুজ জামান – সম্পাদক, পুন‌র্মিলনী আ‌য়োজক ক‌মি‌টি , এমরানুল হক – পুন‌র্মিলনী আ‌য়োজক ক‌মি‌টি , সহ সক‌লের উপ‌স্থি‌তি‌তে বেলুন উড্ডয়‌নের মধ্য‌দি‌য়ে অনুষ্ঠা‌নের আনুষ্ঠ‌িকতা শুরু হয় । ভ্রাতৃত্বের বন্ধনে কৈশোরের পরিচিত মুখগুলোর সঙ্গে একত্রিত হয়ে সকল ক্লান্তি ভুলে বন্ধুদের সঙ্গে নতুন করে কাটানো সময় ক্যামেরাবন্দি করে রাখতে সবাই ছিলেন ব্যস্ত। স্কুল জীবনের গণ্ডি পার হওয়ার পরে হারিয়ে যাওয়া বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগে সবার সঙ্গে কুশল বিনিময় ও স্মৃতিচারণে কাটে পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম পর্ব।।

জুমার নামা‌জের প‌রে দুপুরের মধ্যাহ্ন ভোজ শেষ করে, দিনের শেষ ভাগে বি‌ভিন্ন খেলাধুলা , গানের আয়োজন করা হয়। পুরনো দিনের স্মৃতিচারণসহ পরব‌র্তি‌তে পুন‌র্মিলনী আ‌য়োজন করার আশাবাদ ব্যক্ত ক‌রে ও আ‌য়ো‌জক‌দের প্র‌তি ধন্যবাদ জ্ঞাপন ক‌রে সর্ট বক্তব্যদেন , মোঃ জা‌হিদুজ্জামান, শ‌হিদুল ইসলাম সুমন , মোঃ তা‌রেকুজ্জামান , শিপ্রা সিকারী , মিলন সিকদার , নুর ইসলামন শেখ , সমেন বৈরাগী ও শাওন রেজা সহ বি‌ভিন্ন ব‌র্ষের প্রাক্তন শিক্ষার্থীরা ।
সব শে‌ষে রেফেল ড্র’র পুরস্কার বিতরনীর মধ্যদি‌য়ে অনুষ্ঠান শেষ হয়। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

‌মোল্লাহা‌টে এসএসসি ১৯৭২-২০১৮ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত 

প্রকাশিত সময় : ১০:১৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪

####

“জা‌নিনা আজ কোথায় আ‌ছো, কেমন আ‌ছো আমার বন্ধু-বান্ধবী , কোন দে‌শে‌তে কোন বা‌ড়ি‌তে তোমার বস‌তি !”
লাগামহীন বাত‌াসে উ‌ড়ি‌য়ে দেওয়া বহু‌দি‌নের আ‌বেগময় প্রশ্ন‌কে বাস্তব করতে একঝাঁক তরুন তরুণীসহ শিক্ষার্থীরা সক‌লে স্মৃ‌তি‌ মিলন মেলায় মি‌লিত হয়। হাসি-আড্ড, স্মৃতিচারণ ও নানা আনুষ্ঠানিকতায় মেতে উঠেছিল বিদ্যাল‌য়ের প্রঙ্গন । “স্মৃ‌তির টা‌নে প্রিয় প্রাঙ্গ‌নে, এ‌সো মি‌লি প্রা‌ণের বন্ধ‌নে”। কচু‌ড়িয়া বাজার হাজী ছা‌বের মোল্লা মেমো‌রিয়াল মাধ্য‌মিক বিদ্যালয়ের ১ম পুন‌র্মিলনী অনুষ্ঠান-২০২৪ ইংরেজী অনুষ্ঠিত হ‌য় । ১২ই এ‌প্রিল (শুক্রবার) বিদ্যাল‌য়ের সবুজ এই চত্ব‌রে পুন‌র্মিলনী অনুষ্ঠান অনু‌ষ্ঠি হ‌য়ে‌ছে। ৮:৩০ মি‌নি‌টে ভেন্যুতে প্র‌বেশ ও আসন গ্রহন । ৯ টায় প‌বিত্র কোরান থে‌কে তে‌লোয়াত ও গীতা পাঠ , ৯:২০ মি‌নি‌টে জাতীয় সংগীত প‌রি‌বেশ‌ন ও স্বাগত বক্তব্য ।

প‌রে প্রধান অ‌তি‌থি ও অত্র স্কু‌লের সভাপ‌তি শাহীনুল আলম ছানা , সা‌বেক সভাপ‌তি- জিহাদ মোল্লা , ‌মোঃ আসলাম উদ্দীন মোল্লা-আহবায়ক, পুন‌র্মিলনী আ‌য়োজক ক‌মি‌টি , মোল্লা আ‌নিচুজ জামান – সম্পাদক, পুন‌র্মিলনী আ‌য়োজক ক‌মি‌টি , এমরানুল হক – পুন‌র্মিলনী আ‌য়োজক ক‌মি‌টি , সহ সক‌লের উপ‌স্থি‌তি‌তে বেলুন উড্ডয়‌নের মধ্য‌দি‌য়ে অনুষ্ঠা‌নের আনুষ্ঠ‌িকতা শুরু হয় । ভ্রাতৃত্বের বন্ধনে কৈশোরের পরিচিত মুখগুলোর সঙ্গে একত্রিত হয়ে সকল ক্লান্তি ভুলে বন্ধুদের সঙ্গে নতুন করে কাটানো সময় ক্যামেরাবন্দি করে রাখতে সবাই ছিলেন ব্যস্ত। স্কুল জীবনের গণ্ডি পার হওয়ার পরে হারিয়ে যাওয়া বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগে সবার সঙ্গে কুশল বিনিময় ও স্মৃতিচারণে কাটে পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম পর্ব।।

জুমার নামা‌জের প‌রে দুপুরের মধ্যাহ্ন ভোজ শেষ করে, দিনের শেষ ভাগে বি‌ভিন্ন খেলাধুলা , গানের আয়োজন করা হয়। পুরনো দিনের স্মৃতিচারণসহ পরব‌র্তি‌তে পুন‌র্মিলনী আ‌য়োজন করার আশাবাদ ব্যক্ত ক‌রে ও আ‌য়ো‌জক‌দের প্র‌তি ধন্যবাদ জ্ঞাপন ক‌রে সর্ট বক্তব্যদেন , মোঃ জা‌হিদুজ্জামান, শ‌হিদুল ইসলাম সুমন , মোঃ তা‌রেকুজ্জামান , শিপ্রা সিকারী , মিলন সিকদার , নুর ইসলামন শেখ , সমেন বৈরাগী ও শাওন রেজা সহ বি‌ভিন্ন ব‌র্ষের প্রাক্তন শিক্ষার্থীরা ।
সব শে‌ষে রেফেল ড্র’র পুরস্কার বিতরনীর মধ্যদি‌য়ে অনুষ্ঠান শেষ হয়। ##