১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দেবহাটায় ঐতিহ্যবাহী বনবিবির বটতলায় পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত 

####

পানতা, ইলিস, পেজ,ঝাল আর ভরতা বাজি বাঙ্গালীর প্রাণ… নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান… এসো হে বৈশাখ এসো এসো…. শুভ নভবর্ষ এই স্লোগানকে সঙ্গে নিয়ে,বাংলার পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়েছে দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলাবাসি রবিবার (১৪এপ্রিল)ভোরে দেবহাটা কুলিয়া,সখিপুর নওয়াপাড়া,পারুলিয়া সহ উপজেলার বিভিন্ন জায়গায় নানা বয়সের নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাক পরে কুলায় ফুল সাজিয়ে পুরোনো বছরের সব দুঃখ কষ্ট ও গ্লানি দূর করে নতুন বছর যাতে সুখ শান্তিতে কাটানো যায় সে উদ্দেশ্যে। উপজেলা হতে ঐতিহ্যবাহী কয়েক শত বছরের বনবিবির বটতলায় রেলি করে, বাঙালির পান্তা ভোজের মধ্যে দিয়ে শুরু হয় এই উৎসব। উৎসবে উপজেলার নারীরা বাহারি রঙের শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পরে উৎসবে মেতে উঠে।১৪৩০ কে বিদায় দিয়ে সব গ্লানি মুছে গিয়ে ১৪৩১কে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি- এমনটাই প্রত্যাশা সবার।
যুগ যুগ ধরে এই উৎসব পালন করে আসছে। বাউল গানের স্যন্ধা তালে নতুন বছর এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে দেবহাটার মাটির পথটি জুড়ে। শুভ নববর্ষ….আর এই শুভ নভবর্ষের উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান সভাপতিত্বে উক্ত শুভ নভবর্ষের বন্যার্ধ রেলি ও শোভাযাত্রা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সহকারী কমিশনার দীপা রানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জি,এম স্পর্শ বীর মুক্তিযোদ্ধা নফর বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুর্তজা আনারুল হক,সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহেদুজামাল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ মতিন বকুল। এদিকে সকালের পান্তা ভোজ আয়োজনে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

দেবহাটায় ঐতিহ্যবাহী বনবিবির বটতলায় পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত 

প্রকাশিত সময় : ০৫:০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪

####

পানতা, ইলিস, পেজ,ঝাল আর ভরতা বাজি বাঙ্গালীর প্রাণ… নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান… এসো হে বৈশাখ এসো এসো…. শুভ নভবর্ষ এই স্লোগানকে সঙ্গে নিয়ে,বাংলার পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়েছে দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলাবাসি রবিবার (১৪এপ্রিল)ভোরে দেবহাটা কুলিয়া,সখিপুর নওয়াপাড়া,পারুলিয়া সহ উপজেলার বিভিন্ন জায়গায় নানা বয়সের নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাক পরে কুলায় ফুল সাজিয়ে পুরোনো বছরের সব দুঃখ কষ্ট ও গ্লানি দূর করে নতুন বছর যাতে সুখ শান্তিতে কাটানো যায় সে উদ্দেশ্যে। উপজেলা হতে ঐতিহ্যবাহী কয়েক শত বছরের বনবিবির বটতলায় রেলি করে, বাঙালির পান্তা ভোজের মধ্যে দিয়ে শুরু হয় এই উৎসব। উৎসবে উপজেলার নারীরা বাহারি রঙের শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পরে উৎসবে মেতে উঠে।১৪৩০ কে বিদায় দিয়ে সব গ্লানি মুছে গিয়ে ১৪৩১কে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি- এমনটাই প্রত্যাশা সবার।
যুগ যুগ ধরে এই উৎসব পালন করে আসছে। বাউল গানের স্যন্ধা তালে নতুন বছর এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে দেবহাটার মাটির পথটি জুড়ে। শুভ নববর্ষ….আর এই শুভ নভবর্ষের উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান সভাপতিত্বে উক্ত শুভ নভবর্ষের বন্যার্ধ রেলি ও শোভাযাত্রা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সহকারী কমিশনার দীপা রানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জি,এম স্পর্শ বীর মুক্তিযোদ্ধা নফর বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুর্তজা আনারুল হক,সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহেদুজামাল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ মতিন বকুল। এদিকে সকালের পান্তা ভোজ আয়োজনে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন। ##