০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মোল্লাহাটে দ্রুত গতির গাড়ি চাপায় মহিলা নিহত

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ১১:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • ২৪ পড়েছেন

oppo_1024

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে দ্রুত গতির গাড়ি চাপায় মঞ্জু রানী (৫৭) নামে এক মহিলা নিহত হয়েছেন। উপজেলার দেড়বোয়ালিয়া সাগর ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে শনিবার দুপুর অনুমান ২ টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জু রানী মোল্লাহাট উপজেলার আস্তাইল গ্রামের অনিল শীলের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মহিলা মহাসড়ক পার হতে গেলে অত্যন্ত বেপরোয়া গতিতে চালিত “টুঙ্গিপাড়া এক্সপ্রেস” এর একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিকভাবে ওই মহিলাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও অনেকে জানান, মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের ওসিসহ সংশ্লিষ্টরা দুর্ঘটনা কমাতে গতি নিয়ন্ত্রণ কার্যক্রমে গুরুত্ব না দিয়ে কেবল চাঁদাবাজি করে চলেছে। যে কারণে কমছে না দুর্ঘটনা ও হতাহতের ঘটনা।

নিহতের ঘনিষ্ঠ সূত্র জানায়, মঞ্জু রানীর ২ মেয়ে ও ৩ ছেলে রয়েছে। তার এক মেয়েকে দুর্ঘটনা স্থলের কাছের বাড়িতে বিয়ে দেয়া হয়েছে। নিজের বাড়ি আস্তাইল থেকে উক্ত মেয়ের বাড়ি যেতে গিয়ে গাড়ি চাপায় নিহত হন তিনি।

মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ নুরুজ্জামান চানু মুঠো ফোনে জানান, দুর্ঘটনার বিষয়ে এসআইকে পাঠিয়েছেন, বিস্তারিত পরে জানাবেন। তিনি আরো বলেন, গাড়ির ধাক্কায় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে শুনেছেন। গাড়ির গতি নিয়ন্ত্রণ কার্যক্রম বিষয়ক প্রশ্নের জবাবে তিনি বলেন, গাড়ির গতি নিয়ন্ত্রণে প্রতিদিন ৭/৮ টি মামলা দেয়া হয়।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

মোল্লাহাটে দ্রুত গতির গাড়ি চাপায় মহিলা নিহত

প্রকাশিত সময় : ১১:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে দ্রুত গতির গাড়ি চাপায় মঞ্জু রানী (৫৭) নামে এক মহিলা নিহত হয়েছেন। উপজেলার দেড়বোয়ালিয়া সাগর ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে শনিবার দুপুর অনুমান ২ টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জু রানী মোল্লাহাট উপজেলার আস্তাইল গ্রামের অনিল শীলের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মহিলা মহাসড়ক পার হতে গেলে অত্যন্ত বেপরোয়া গতিতে চালিত “টুঙ্গিপাড়া এক্সপ্রেস” এর একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিকভাবে ওই মহিলাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও অনেকে জানান, মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের ওসিসহ সংশ্লিষ্টরা দুর্ঘটনা কমাতে গতি নিয়ন্ত্রণ কার্যক্রমে গুরুত্ব না দিয়ে কেবল চাঁদাবাজি করে চলেছে। যে কারণে কমছে না দুর্ঘটনা ও হতাহতের ঘটনা।

নিহতের ঘনিষ্ঠ সূত্র জানায়, মঞ্জু রানীর ২ মেয়ে ও ৩ ছেলে রয়েছে। তার এক মেয়েকে দুর্ঘটনা স্থলের কাছের বাড়িতে বিয়ে দেয়া হয়েছে। নিজের বাড়ি আস্তাইল থেকে উক্ত মেয়ের বাড়ি যেতে গিয়ে গাড়ি চাপায় নিহত হন তিনি।

মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ নুরুজ্জামান চানু মুঠো ফোনে জানান, দুর্ঘটনার বিষয়ে এসআইকে পাঠিয়েছেন, বিস্তারিত পরে জানাবেন। তিনি আরো বলেন, গাড়ির ধাক্কায় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে শুনেছেন। গাড়ির গতি নিয়ন্ত্রণ কার্যক্রম বিষয়ক প্রশ্নের জবাবে তিনি বলেন, গাড়ির গতি নিয়ন্ত্রণে প্রতিদিন ৭/৮ টি মামলা দেয়া হয়।