১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ডুমুরিয়ায় শতবর্ষী চৈতন্য বিশ্বাসের জন্মদিন ঘটা করে উদযাপন 

####

শতবর্ষ পূর্ণ করা’য় খুলনার ডুমুরিয়া উপজেলার ঘোনা-বড়ডাঙ্গা গ্রামের চৈতন্য কুমার বিশ্বাস-কে নিয়ে গতকাল মঙ্গলবার ১১জুন এলাকাবাসী আনুষ্ঠানিক নানা আয়োজনের মধ্যেদিয়ে দিবসটি উদযাপন করেছেন।
উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কৃতিসন্তান অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব নিখিল রঞ্জন মন্ডল’র উদ্যোগে তার গ্রামের হত-দরিদ্র দিন-হিন মানুষ চৈতন্য কুমার বিশ্বাস শতবর্ষে পদার্পন করায় তাকে নিয়ে এলাকাবাসী ও অন্যান্য সুধিজনদের ডেকে আনুষ্ঠানিক ভাবে স্মরণ করেছেন।
গতকাল সকাল ১১টায় ওই গ্রামের বেশ-কয়েকজন বয়জেষ্ঠ্য(সিনিয়র সিটিজেন)-সহ শিশু-কিশোর তথা সর্বস্তারের মানুষের উপস্থিতিতে ওই চৈতন্য কুমার বিশ্বাস-কে প্রথমে ১০০টি বেলুন উড়ানো হয়। পরে একটি বিশেষ আসনে বসিয়ে আগত গ্রামের শিশু-কিশোর-সহ সকলেই তাকে ফুল ও অন্যান্য উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা-শুভকামনা জানান। এরপর চৈতন্য কুমার বিশ্বাস’ হাত দিয়ে ‘সোনামুখ পরিবার’র উদ্যোগে ১০০ টি গাছের চারা রোপন ক জের সুচনা করা হয়।
পরে আনুষ্ঠানিকভাবে চৈতন্য কুমার বিশ্বাস-সহ গ্রামের আরও ১০-১২ জন সিনিয়র সিটিজেনকে মে তুলে কিছু আলোচনা করা হয়। ওই সভায় অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব নিখিল রঞ্জন মন্ডল’র সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্যদেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ এম কামরুল ইসলাম, লেখক হারুন-অর-রশীদ খান, শিক্ষক পিন্টু বিশ্বাস সহ স্থানীয় সুধিজন। ওই অনুষ্ঠান শেষে দুস্থদের মাঝে ১০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়। এছাড়া এ উপলক্ষ্যে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য ইতোপূর্বেই তার একমাত্র ছেলে ও স্ত্রী মারা গেছেন, তবে ২ মেয়ে আছেন। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

ডুমুরিয়ায় শতবর্ষী চৈতন্য বিশ্বাসের জন্মদিন ঘটা করে উদযাপন 

প্রকাশিত সময় : ১১:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪

####

শতবর্ষ পূর্ণ করা’য় খুলনার ডুমুরিয়া উপজেলার ঘোনা-বড়ডাঙ্গা গ্রামের চৈতন্য কুমার বিশ্বাস-কে নিয়ে গতকাল মঙ্গলবার ১১জুন এলাকাবাসী আনুষ্ঠানিক নানা আয়োজনের মধ্যেদিয়ে দিবসটি উদযাপন করেছেন।
উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কৃতিসন্তান অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব নিখিল রঞ্জন মন্ডল’র উদ্যোগে তার গ্রামের হত-দরিদ্র দিন-হিন মানুষ চৈতন্য কুমার বিশ্বাস শতবর্ষে পদার্পন করায় তাকে নিয়ে এলাকাবাসী ও অন্যান্য সুধিজনদের ডেকে আনুষ্ঠানিক ভাবে স্মরণ করেছেন।
গতকাল সকাল ১১টায় ওই গ্রামের বেশ-কয়েকজন বয়জেষ্ঠ্য(সিনিয়র সিটিজেন)-সহ শিশু-কিশোর তথা সর্বস্তারের মানুষের উপস্থিতিতে ওই চৈতন্য কুমার বিশ্বাস-কে প্রথমে ১০০টি বেলুন উড়ানো হয়। পরে একটি বিশেষ আসনে বসিয়ে আগত গ্রামের শিশু-কিশোর-সহ সকলেই তাকে ফুল ও অন্যান্য উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা-শুভকামনা জানান। এরপর চৈতন্য কুমার বিশ্বাস’ হাত দিয়ে ‘সোনামুখ পরিবার’র উদ্যোগে ১০০ টি গাছের চারা রোপন ক জের সুচনা করা হয়।
পরে আনুষ্ঠানিকভাবে চৈতন্য কুমার বিশ্বাস-সহ গ্রামের আরও ১০-১২ জন সিনিয়র সিটিজেনকে মে তুলে কিছু আলোচনা করা হয়। ওই সভায় অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব নিখিল রঞ্জন মন্ডল’র সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্যদেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ এম কামরুল ইসলাম, লেখক হারুন-অর-রশীদ খান, শিক্ষক পিন্টু বিশ্বাস সহ স্থানীয় সুধিজন। ওই অনুষ্ঠান শেষে দুস্থদের মাঝে ১০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়। এছাড়া এ উপলক্ষ্যে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য ইতোপূর্বেই তার একমাত্র ছেলে ও স্ত্রী মারা গেছেন, তবে ২ মেয়ে আছেন। ##