১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে উপ‌জেলা পর্যা‌য়ে নৌযা‌ন জ‌রিপ ও নিবন্ধন কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

##

সরকারী কর্মকর্তাবৃন্দ, ট্রলার মা‌লিক, মা‌ঝি, আড়তদার ও জে‌লে প্রতি‌নি‌ধিদের নিয়ে বরিশাল সদর সি‌নিয়র উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপ‌জেলা পর্যা‌য়ে নৌযা‌ন জ‌রিপ ও নিবন্ধন কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শুক্রবার) বেলা ১১টায় মৎস্য বীজ উৎপাদন খামার (কাশিপুর) সভাকক্ষে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় বরিশাল জেলা মৎস‌্য অ‌ফিসার রিপন কান্তি ঘোষের সভাপতিত্বে প্রধান অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প প‌রিচালক সাস‌টেইনেবল কোস্টাল ও মে‌রিন ফিশা‌রিজ প্রজেক্টের পরিচালক (আভ্যন্তরীন মৎস্য) মো: জিয়া হায়দার চৌধুরী।
বি‌শেষ অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন নৃ‌পেন্দ্র নাথ বিশ্বাস- উপপ‌রিচালক মৎস‌্য অ‌ধিদপ্তর ব‌রিশাল বিভাগ,
সঞ্জীব সন্নামত উপ-প্রকল্প প‌রিচালক সাস‌টেইনেবল কোস্টাল ও মে‌রিন ফিশা‌রিজ প্রজেক্ট মৎস‌্য অ‌ধিদপ্তর ব‌রিশাল বিভাগ, আরাফাত উদ্দীন আহ‌মেদ, সি‌নিয়র সহকারী প‌রিচালক- জেলা মৎস‌্য দপ্তর ব‌রিশাল সভাপ‌তি: জনাব, রিপন কা‌ন্তি ঘোষ, জেলা মৎস‌্য অ‌ফিসার, ব‌রিশাল। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় সভা দু’গ্রুপের হাতাহাতিতে ভন্ডুল

বরিশালে উপ‌জেলা পর্যা‌য়ে নৌযা‌ন জ‌রিপ ও নিবন্ধন কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত সময় : ০৮:৩২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪

##

সরকারী কর্মকর্তাবৃন্দ, ট্রলার মা‌লিক, মা‌ঝি, আড়তদার ও জে‌লে প্রতি‌নি‌ধিদের নিয়ে বরিশাল সদর সি‌নিয়র উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপ‌জেলা পর্যা‌য়ে নৌযা‌ন জ‌রিপ ও নিবন্ধন কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শুক্রবার) বেলা ১১টায় মৎস্য বীজ উৎপাদন খামার (কাশিপুর) সভাকক্ষে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় বরিশাল জেলা মৎস‌্য অ‌ফিসার রিপন কান্তি ঘোষের সভাপতিত্বে প্রধান অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প প‌রিচালক সাস‌টেইনেবল কোস্টাল ও মে‌রিন ফিশা‌রিজ প্রজেক্টের পরিচালক (আভ্যন্তরীন মৎস্য) মো: জিয়া হায়দার চৌধুরী।
বি‌শেষ অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন নৃ‌পেন্দ্র নাথ বিশ্বাস- উপপ‌রিচালক মৎস‌্য অ‌ধিদপ্তর ব‌রিশাল বিভাগ,
সঞ্জীব সন্নামত উপ-প্রকল্প প‌রিচালক সাস‌টেইনেবল কোস্টাল ও মে‌রিন ফিশা‌রিজ প্রজেক্ট মৎস‌্য অ‌ধিদপ্তর ব‌রিশাল বিভাগ, আরাফাত উদ্দীন আহ‌মেদ, সি‌নিয়র সহকারী প‌রিচালক- জেলা মৎস‌্য দপ্তর ব‌রিশাল সভাপ‌তি: জনাব, রিপন কা‌ন্তি ঘোষ, জেলা মৎস‌্য অ‌ফিসার, ব‌রিশাল। ##