১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

খুলনার ফুলতলায় জমিজমা বিরোধে চাচাকে কুপিয়ে হত্যা, আহত-২

Oplus_0

####
খুলনার ফুলতলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা শেখ মুজিবুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা শেখ কুতুব উদ্দিন। এ সময় নিহতের স্ত্রী তাসলিমা বেগম পুষ্প ও ছেলে হাফেজ শেখ মিরাজ হোসেন গুরুতর আহত হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ফুলতলা উপজেলার খানজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফুলতলা থানার ওসি মো. রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে উপস্থিত নিহত ও আহতদের স্বজনরা জানায়, মৃত শরিফুল ইসলামের ছেলে শেখ কুতুব উদ্দিন রাতে দা দিয়ে তার চাচা কৃষক শেখ মুজিবুর রহমানকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলা ঠেকাতে গিয়ে মুজিবুরের স্ত্রী তাসলিমা বেগম পুষ্প ও ছেলে হাফেজ শেখ মিরাজ হোসেন আহত হয়। আহত ২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর হামলাকারী আশরাফুল ইসলাম কুতুব দ্রুত পালিয়ে যায়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মসিউর রহমান জানান, আহতদের হাতে, গলায়, মাথায় সহ বিভিন্ন স্থানে গুরুতর ধাঁরালো অস্ত্রের আঘাত আছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
অন্যদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও তাকে আটক করতে পারেনি। ফুলতলা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, আসামীকে ধরতে অভিযান অব্যাহত আছে। ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যাবস্থা নেওয়ারও প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

মোংলায় জোরপূর্বক ক্রয়কৃত জমি দখলের অভিযোগ

খুলনার ফুলতলায় জমিজমা বিরোধে চাচাকে কুপিয়ে হত্যা, আহত-২

প্রকাশিত সময় : ০১:৩২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

####
খুলনার ফুলতলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা শেখ মুজিবুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা শেখ কুতুব উদ্দিন। এ সময় নিহতের স্ত্রী তাসলিমা বেগম পুষ্প ও ছেলে হাফেজ শেখ মিরাজ হোসেন গুরুতর আহত হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ফুলতলা উপজেলার খানজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফুলতলা থানার ওসি মো. রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে উপস্থিত নিহত ও আহতদের স্বজনরা জানায়, মৃত শরিফুল ইসলামের ছেলে শেখ কুতুব উদ্দিন রাতে দা দিয়ে তার চাচা কৃষক শেখ মুজিবুর রহমানকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলা ঠেকাতে গিয়ে মুজিবুরের স্ত্রী তাসলিমা বেগম পুষ্প ও ছেলে হাফেজ শেখ মিরাজ হোসেন আহত হয়। আহত ২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর হামলাকারী আশরাফুল ইসলাম কুতুব দ্রুত পালিয়ে যায়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মসিউর রহমান জানান, আহতদের হাতে, গলায়, মাথায় সহ বিভিন্ন স্থানে গুরুতর ধাঁরালো অস্ত্রের আঘাত আছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
অন্যদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও তাকে আটক করতে পারেনি। ফুলতলা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, আসামীকে ধরতে অভিযান অব্যাহত আছে। ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যাবস্থা নেওয়ারও প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। ##