০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

খুবিকে দলীয় রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালন, ছাত্র বিষয়ক ৮পরিচালকের পদত্যাগ

####

খুলনা বিশ্ববিদ্যালয়কে দলীয় রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয় , বৈষম্যহীন সমাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার দাবিতে শিক্ষকদের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইয়াছিন আলী ও এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আব্দুল্লাহ ইউসুফ আল হারুন। অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় শিক্ষকরা বলেন, স্বাধীনতার জন্য, অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে এদেশের মানুষ বার বার সংগ্রাম করে রক্ত দিয়েছে। বিদেশি স্বৈরশাসনের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন করেছে। মানুষ ভেবেছিল তারা শোষণ, বঞ্চনা, দুর্নীতি, লুট-পাট থেকে মুক্তি পাবে। কিন্তু তারা মুক্তি পায়নি। স্বৈরশাসকরা বার বার একই কায়দায় এদেশের মানুষের উপর জুলুম, নির্যাতন, স্বৈরশাসন কায়েম করেছে। মানুষকে দাসে পরিণত করা হয়েছে। সত্য-ন্যায়ের কথা বলতে দেয়া সম্প্রতি আবারও দেশের ছাত্র-জনতা সংগ্রাম করে শত-শত প্রাণের বিনিময়ে দেশে আজ নতুন সরকার এসেছে।

বক্তারা আরও বলেন, দেশের মানুষ আর ঠকতে চায় না। দেশের প্রতিটি সেক্টরে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের যথাযত সংস্কার করতে হবে। আইনের দুর্বলতার সুযোগ নিয়ে আবারও যাতে কোনো মহল দুঃশাসন, স্বৈরাচার কায়েম করতে না পারে তার ব্যবস্থা করতে হবে। বৈষম্যহীন সমাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। খুলনা বিশ্বিদ্যালয়সহ শিক্ষাঙ্গনগুলো দলীয় রাজনীতির কালো থাবা থেকে মুক্ত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবী জানান শিক্ষকরা। ঘন্ট্যাব্যাপী অবস্থান কর্মসূচি শেষে একটি র‌্যালি বের হয়ে শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন ঘুরে হাদী চত্বরে গিয়ে শেষ হয়।

এদিকে, খুলনা বিশ্ববিদ্যালয়ের(খুবি) ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমন ও ৭ জন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক রোববার পদত্যাগ করেছেন। খুবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক খান গোলাম কুদ্দুস জানান, ছাত্র বিষয়ক পরিচালকরা ব্যক্তিগত কারণ দেখিয়ে তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিগগিরই এসব পদ পূরণের উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে, শারীরিক অসুস্থতা ও পারিবারিক এবং শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের অনাস্থাজনিত কারণ দেখিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. তৌহিদুজ্জামান রোববার পদত্যাগ করেছেন। তিনি সহকারী অধ্যাপক রোজিনা আক্তারের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন বলে জানা গেছে। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কেএমপি’র ০২ পুলিশ সদস্য জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত

খুবিকে দলীয় রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালন, ছাত্র বিষয়ক ৮পরিচালকের পদত্যাগ

প্রকাশিত সময় : ১২:৫৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

####

খুলনা বিশ্ববিদ্যালয়কে দলীয় রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয় , বৈষম্যহীন সমাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার দাবিতে শিক্ষকদের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইয়াছিন আলী ও এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আব্দুল্লাহ ইউসুফ আল হারুন। অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় শিক্ষকরা বলেন, স্বাধীনতার জন্য, অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে এদেশের মানুষ বার বার সংগ্রাম করে রক্ত দিয়েছে। বিদেশি স্বৈরশাসনের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন করেছে। মানুষ ভেবেছিল তারা শোষণ, বঞ্চনা, দুর্নীতি, লুট-পাট থেকে মুক্তি পাবে। কিন্তু তারা মুক্তি পায়নি। স্বৈরশাসকরা বার বার একই কায়দায় এদেশের মানুষের উপর জুলুম, নির্যাতন, স্বৈরশাসন কায়েম করেছে। মানুষকে দাসে পরিণত করা হয়েছে। সত্য-ন্যায়ের কথা বলতে দেয়া সম্প্রতি আবারও দেশের ছাত্র-জনতা সংগ্রাম করে শত-শত প্রাণের বিনিময়ে দেশে আজ নতুন সরকার এসেছে।

বক্তারা আরও বলেন, দেশের মানুষ আর ঠকতে চায় না। দেশের প্রতিটি সেক্টরে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের যথাযত সংস্কার করতে হবে। আইনের দুর্বলতার সুযোগ নিয়ে আবারও যাতে কোনো মহল দুঃশাসন, স্বৈরাচার কায়েম করতে না পারে তার ব্যবস্থা করতে হবে। বৈষম্যহীন সমাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। খুলনা বিশ্বিদ্যালয়সহ শিক্ষাঙ্গনগুলো দলীয় রাজনীতির কালো থাবা থেকে মুক্ত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবী জানান শিক্ষকরা। ঘন্ট্যাব্যাপী অবস্থান কর্মসূচি শেষে একটি র‌্যালি বের হয়ে শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন ঘুরে হাদী চত্বরে গিয়ে শেষ হয়।

এদিকে, খুলনা বিশ্ববিদ্যালয়ের(খুবি) ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমন ও ৭ জন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক রোববার পদত্যাগ করেছেন। খুবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক খান গোলাম কুদ্দুস জানান, ছাত্র বিষয়ক পরিচালকরা ব্যক্তিগত কারণ দেখিয়ে তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিগগিরই এসব পদ পূরণের উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে, শারীরিক অসুস্থতা ও পারিবারিক এবং শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের অনাস্থাজনিত কারণ দেখিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. তৌহিদুজ্জামান রোববার পদত্যাগ করেছেন। তিনি সহকারী অধ্যাপক রোজিনা আক্তারের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন বলে জানা গেছে। ##