০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

খুলনার তেরখাদায় আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য নিহত, আহত-৬

  • মধুমতি ডেক্স :
  • প্রকাশিত সময় : ১২:০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৬ পড়েছেন

####

খুলনার তেরখাদায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র মো. ফারুক আলী মীর (৪০) নামে স্থানীয় ইউপি সদস্য নিহত হয়েছেন। নিহত ফারুক মধুপুর গ্রামের মো. গাউস মীরের ছেলে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম-সম্পাদক। তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের কোলা বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। গাজীরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধুপুর গ্রামের মীর ও সিকদার বংশের লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোলা বাজারে দুই বংশের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ৬-৭জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ফারুক মীরকে খুলনা মেডিক্যাল কলেজ ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। সংঘর্ষে আহত নুরু মোল্লা, জসিম মীর, গাউছ মীর ও ইলিয়াছসহ কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নুরু মোল্লার অবস্থা গুরুতর। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

গাজীরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলাম জানান, উপজেলার কোলা বাজারে দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সম্ভাব্য সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, তেরখাদার মধুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের যুগ্মসম্পাদক ফারুক আলী মীরকে রাজনৈতিক শত্রুতার জের ধরে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী। শুক্রবার তারা এক বিবৃতিতে অভিযোগ করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় কুলাবাজারে নির্মম এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত এলাকার চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী  ও ফারুক আলীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান বিএনপি’র নেতৃবৃন্দ। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

খুলনার তেরখাদায় আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য নিহত, আহত-৬

প্রকাশিত সময় : ১২:০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪

####

খুলনার তেরখাদায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র মো. ফারুক আলী মীর (৪০) নামে স্থানীয় ইউপি সদস্য নিহত হয়েছেন। নিহত ফারুক মধুপুর গ্রামের মো. গাউস মীরের ছেলে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম-সম্পাদক। তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের কোলা বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। গাজীরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধুপুর গ্রামের মীর ও সিকদার বংশের লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোলা বাজারে দুই বংশের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ৬-৭জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ফারুক মীরকে খুলনা মেডিক্যাল কলেজ ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। সংঘর্ষে আহত নুরু মোল্লা, জসিম মীর, গাউছ মীর ও ইলিয়াছসহ কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নুরু মোল্লার অবস্থা গুরুতর। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

গাজীরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলাম জানান, উপজেলার কোলা বাজারে দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সম্ভাব্য সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, তেরখাদার মধুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের যুগ্মসম্পাদক ফারুক আলী মীরকে রাজনৈতিক শত্রুতার জের ধরে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী। শুক্রবার তারা এক বিবৃতিতে অভিযোগ করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় কুলাবাজারে নির্মম এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত এলাকার চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী  ও ফারুক আলীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান বিএনপি’র নেতৃবৃন্দ। ##