১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নিখোঁজের ৬ দিন পর কলেজ ছাত্রকে অচেতন অবস্থায় উদ্ধার

####

খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা কদরুল হাসানকে নিখোঁজের ৬ দিন পর অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার সকালের দিকে লবণচরা দারোগার লেনের সুলতানিয়া আহম্মেদ জামে মসজিদের সামনে থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে খুমেক হাসপাতালের ভর্তি করা হয়েছে। কদরুল নগরীর সরকারি হাজী মোহাম্মদ মুহসীন কলেজের ছাত্র। পাশাপাশি শেখপাড়া এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পার্টটাইম চাকরি করে।

স্থানীয়রা জানান, সকালে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে মসজিদের মুসল্লীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

লবণচরা থানার ওসি পলাশ কুমার দাস জানান, বুধবার সকালে নগরীর লবণচরা থানার দারোগার লেনের সুলতানিয়া আহম্মেদ জামে মসজিদের সামনে কদরুল হাসানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে গত ৬ দিন সে কোথায় কী অবস্থায় ছিলেন তা এখনও জানা যায়নি। সে সুস্থ্য হলে তার সঙ্গে কথা বললে এ বিষয়গুলো জানা যাবে।

গত ৫ সেপ্টেম্বর বেলা ৩টার দিকে সে নগরীর সোনাডাঙ্গা থানার সোনার বাংলা গলির বাসা থেকে বের হন। এরপর নগরীর ময়লাপোতা এলাকায় একটি মসজিদ চত্বরে বন্যার্তদের জন্য ত্রাণের প্যাকেট করেন। কিন্তু রাতে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়েছিল। এ ঘটনায় তার স্ত্রী ৬ সেপ্টেম্বর খুলনা সদর ও সোনাডাঙ্গা থানায় জিডি করেন।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক -১ 

নিখোঁজের ৬ দিন পর কলেজ ছাত্রকে অচেতন অবস্থায় উদ্ধার

প্রকাশিত সময় : ০৮:০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

####

খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা কদরুল হাসানকে নিখোঁজের ৬ দিন পর অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার সকালের দিকে লবণচরা দারোগার লেনের সুলতানিয়া আহম্মেদ জামে মসজিদের সামনে থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে খুমেক হাসপাতালের ভর্তি করা হয়েছে। কদরুল নগরীর সরকারি হাজী মোহাম্মদ মুহসীন কলেজের ছাত্র। পাশাপাশি শেখপাড়া এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পার্টটাইম চাকরি করে।

স্থানীয়রা জানান, সকালে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে মসজিদের মুসল্লীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

লবণচরা থানার ওসি পলাশ কুমার দাস জানান, বুধবার সকালে নগরীর লবণচরা থানার দারোগার লেনের সুলতানিয়া আহম্মেদ জামে মসজিদের সামনে কদরুল হাসানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে গত ৬ দিন সে কোথায় কী অবস্থায় ছিলেন তা এখনও জানা যায়নি। সে সুস্থ্য হলে তার সঙ্গে কথা বললে এ বিষয়গুলো জানা যাবে।

গত ৫ সেপ্টেম্বর বেলা ৩টার দিকে সে নগরীর সোনাডাঙ্গা থানার সোনার বাংলা গলির বাসা থেকে বের হন। এরপর নগরীর ময়লাপোতা এলাকায় একটি মসজিদ চত্বরে বন্যার্তদের জন্য ত্রাণের প্যাকেট করেন। কিন্তু রাতে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়েছিল। এ ঘটনায় তার স্ত্রী ৬ সেপ্টেম্বর খুলনা সদর ও সোনাডাঙ্গা থানায় জিডি করেন।