০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কালিগঞ্জ গ্রাম্য আদালতের রায় না মেনে জমি দখলের ঘটনায় মারপিটে আহত-৭

####

সাতক্ষীরা কালিগঞ্জ গ্রাম্য আদালতের রায় না মেনে জমি দখলের ঘটনায় কেন্দ্র করে মারপিটে ৭ জন আহত হয়েছে। এ ঘটনায় বুধবার (১৮ সেপ্টেম্বর) কালিগঞ্জ রাসিমলা ইউনিয়নের শুইলপুর গ্রামের মৃত শামত আলীর ছেলে আলহাজ্ব আকবর আলী কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে আকবর আলি জানান,বুধবার সকাল সাড়ে ১০-৩০ মিঃ দিকে, আমার আব্বার পৌতিক সম্পত্তি অরেশ হিসাবে চার ভাই সমান ভাগে ভাগ করে দেওয়ার পরেও বেবাদী গান ইউনিয়ন পরিষদে নিম্ন আদালতে অরেশ হিসাবে বণ্টন করে দেন বিচারক মন্ডলীরা। সে অনুযায়ী আমার মহরম বড় ভাই হাবিবুল রহমানের দুই ছেলে জমিতে গিয়ে ঘেরা দেওয়ার সমায়,হঠাৎ আবার ছোট ভাই আব্দুল গফুর গাজী ও শেখ মকবুল হোসেন, মোঃ মিঠু, ফারুক হোসেন পিন্টু, আব্দুল হান্নান,মোহাম্মদ হাসান সহ আরো ৪-৫ জন বাঁশের লাঠি নিয়ে। ক্ষিপ্ত হয়ে পিতাহারা হাফিজুল ইসলাম ও শিরাজুল ইসলামের উপর আক্রমন করে। এসময় পিতাহারা শিরাজুল ইসলামের দাওয়াতে মেহমান বড়কুটুম রাস্তা থেকে দাঁড়িয়ে দেখে, দুলাভাই দের,রক্ষা করতে গেলে তাদেরকে পিটিয়ে জখম করে। পরে আমি ও স্থানীদের সহযোগীতায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেেসে ভর্তি করেছি। বর্তমানে পিতাহারা ভাইপো হাপিজুলের অবস্থা খুবিই খারাপ।
অপরদিকে প্রতিপক্ষ মোহাম্মদ মিঠু জানান,এই ঘটনাকে কেন্দ্র করে আমি,ও ছোট ভাই আব্দুল হান্নান,ছোট ভাই হাসানকে মারপিট করেছে। বর্তমানে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছি।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর সালাম সিদ্দিক অফিসার জানান, শুইলপুরের মারামারির ঘটনায় দুইটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

বাগেরহাটে এ্যাডভোকেট নয়নের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

কালিগঞ্জ গ্রাম্য আদালতের রায় না মেনে জমি দখলের ঘটনায় মারপিটে আহত-৭

প্রকাশিত সময় : ০১:৫৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

####

সাতক্ষীরা কালিগঞ্জ গ্রাম্য আদালতের রায় না মেনে জমি দখলের ঘটনায় কেন্দ্র করে মারপিটে ৭ জন আহত হয়েছে। এ ঘটনায় বুধবার (১৮ সেপ্টেম্বর) কালিগঞ্জ রাসিমলা ইউনিয়নের শুইলপুর গ্রামের মৃত শামত আলীর ছেলে আলহাজ্ব আকবর আলী কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে আকবর আলি জানান,বুধবার সকাল সাড়ে ১০-৩০ মিঃ দিকে, আমার আব্বার পৌতিক সম্পত্তি অরেশ হিসাবে চার ভাই সমান ভাগে ভাগ করে দেওয়ার পরেও বেবাদী গান ইউনিয়ন পরিষদে নিম্ন আদালতে অরেশ হিসাবে বণ্টন করে দেন বিচারক মন্ডলীরা। সে অনুযায়ী আমার মহরম বড় ভাই হাবিবুল রহমানের দুই ছেলে জমিতে গিয়ে ঘেরা দেওয়ার সমায়,হঠাৎ আবার ছোট ভাই আব্দুল গফুর গাজী ও শেখ মকবুল হোসেন, মোঃ মিঠু, ফারুক হোসেন পিন্টু, আব্দুল হান্নান,মোহাম্মদ হাসান সহ আরো ৪-৫ জন বাঁশের লাঠি নিয়ে। ক্ষিপ্ত হয়ে পিতাহারা হাফিজুল ইসলাম ও শিরাজুল ইসলামের উপর আক্রমন করে। এসময় পিতাহারা শিরাজুল ইসলামের দাওয়াতে মেহমান বড়কুটুম রাস্তা থেকে দাঁড়িয়ে দেখে, দুলাভাই দের,রক্ষা করতে গেলে তাদেরকে পিটিয়ে জখম করে। পরে আমি ও স্থানীদের সহযোগীতায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেেসে ভর্তি করেছি। বর্তমানে পিতাহারা ভাইপো হাপিজুলের অবস্থা খুবিই খারাপ।
অপরদিকে প্রতিপক্ষ মোহাম্মদ মিঠু জানান,এই ঘটনাকে কেন্দ্র করে আমি,ও ছোট ভাই আব্দুল হান্নান,ছোট ভাই হাসানকে মারপিট করেছে। বর্তমানে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছি।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর সালাম সিদ্দিক অফিসার জানান, শুইলপুরের মারামারির ঘটনায় দুইটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।