০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
খুলনায় অনিয়মের অভিযোগে ওএমএস ডিলারের বরাদ্দ বন্ধ :

খাদ্যের দাবিতে হত দরিদ্র-ছিন্নমূল মানুষের ডিসি ফুড অফিসে অবস্থান-বিক্ষোভ

####

খুলনা নগরীতে সরকারের দরিদ্র ও অসহায় মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় এক ওএমএস ডিলারের বরাদ্দ স্থগিত করেছে খাদ্য বিভাগ। এতে ওই এলাকার ছিন্নমূল হত দরিদ্র  ও অসহায় মানুষ কমমূল্যে চাল-আটা থেকে বঞ্চিত হচ্ছে। সোমবার বঞ্চিত হত দরিদ্র এসব মানুষ কমদামে চাল-আটা না পেয়ে খাদ্যের দাবিতে অবস্থান ও বিক্ষোভ করেছে। এদিন সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরে এসে নগরীর ২৪নং ওয়ার্ডের মুসলমান পাড়া-রায়পাড়া এলাকার অসহায় এসব মানুষ অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময়ে তারা তাদের এলাকার নিকটবর্তী ওএমএস ডিলার সিয়াম এন্টারপ্রাইজের বরাদ্দ চালু করার দাবী করেন। পরে জেলা খাদ্য নিয়ন্ত্রকের আশ্বাসে তারা এলাকায় ফিরে যায়।

খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও বিক্ষোভকারীদের সূত্রে জানা গেছে, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় নগরীতে ৯৭ জন ওএমএস ডিলার রয়েছে। এদের মধ্যে প্রতিদিন ২৪টি পয়েন্ট ২৪জন ডিলারের মাধ্যমে স্বল্পমূল্যে ছিন্নমূল হত দরিদ্র  ও অসহায় মানুষের কাছে চাল-আটা বিক্রয়ের কার্যক্রম চালু রয়েছে। গত ১৫সেপ্টেম্বর নগরীর ২৪নং ওয়ার্ডের রায়পাড়া-মুসলমানপাড়া এলাকার সিয়াম এন্টারপ্রাইজের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে খাদ্যদ্রব্য বরাদ্দ সাময়িকভাবে বন্ধ করে দেয় খাদ্য বিভাগ। সেই সাথে অনিয়মের বিষয়টি তদন্তের জন্য ফুলতলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তৈয়েবুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে। সোমবার ওই এলাকার হতদরিদ্র মানুষ চাল-আটা না পেয়ে খাদ্য অফিসে এসে বিক্ষোভ করে।

খাদ্যের দাবিতে বিক্ষোভকারী মুসলনপাড়া এলাকার আব্দুর রউফ অভিযোগ করে জানান, এখন বাজারে চাল-আটাসহ অন্যান্য খাদ্য দ্রব্যের দাম আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আমরা গরিব অসহায় মানুষ যেমন কোন কাজ পাচ্ছি না, তেমনি টাকার অভাবে বাজার থেকে খাবার-দাবার কিনতে পারছি না। যে সামান্য কিছু টাকা জোগাড় করা সম্ভব হয় তা দিয়ে কমদামে ওএমএসের চাল-আটা কিনে পরিবারসহ খেয়ে বাঁচতে পারি। কিন্তু গত তিন সপ্তাহ ধরে আমাদের এলাকার ওএমএস ডিলারের চাল-আটা বিক্রি বন্ধ রয়েছে। আজ (সোমবার) আশপাশের এলাকায় ওএমএসের চাল-আটা বিক্রি হলেও আমাদের এলাকার বেশির ভাগ মানুষ ভোর থেকে দাঁড়িয়ে থেকে ক্ষুব্ধ হয়ে ফিরে গেছে। পরে আমরা এলাকার সবাই মিলে চাল-আটার দাবিতে খাদ্য অফিসে এসেছি। আমরা চাই আমাদের এখানে কমদামে চাল আটা বিক্রির ব্যবস্থা করা হোক।

বিক্ষোভে অংশ নেয়া রায়পাড়ার শহিদুল খলিফা, আব্দুল হাকিম, মুসলমানপাড়ার খাজিরা আক্তার ও হালিমা বেগম জানান, বাজার থেকে বেশি দাম দিয়ে চাল-আটা কেনার সামর্থ্য আমাদের নেই। ওএমএসের চাল-আটার উপর আমরা পরিবারসহ নির্ভরশীল। আমরা শুনেছি আমাদের এলাকার কিছু লোক উদ্দেশ্যমূলকভাবে অভিযোগ দিয়ে এলাকার ডিলারের বরাদ্দ বন্ধ করিয়েছে। আমরা এখন বাড়ীর কাছের ডিলারের কাছ থেকে চাল-আটা কিনতে পারছি না। যে কারণে অসহায় অবস্থায় খেয়ে না খেয়ে দিনযাপন করতে হচ্ছে। দ্রুত রায়পাড়া-মুসলনমান এলাকার  ওএমএস ডিলারের বরাদ্দ চালু করে বা অন্যকোন ডিলারকে আমাদের এলাকায় নিয়োগ করে কম মূল্যে চাল-আটা বিক্রির দাবি জানান তারা।
ওএমএস ডিলার সিয়াম এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী সাবিনা ইয়াসমিন জানান, এলাকার কিছু লোক অনৈতিকভাবে সুবিধা নিতে না পারায় উদ্দেশ্যেমূলক ভাবে মৌখিক অভিযোগ করেছে। তার প্রেক্ষিতে ডিসি ফুড অফিস আমার প্রতিষ্টানকে চাল-আটা বরাদ্দ দেওয়া সাময়িকভাবে বন্ধ রেখেছে। কিন্তু ১৫সেপ্টেম্বর খাদ্য অফিসের তদারকী কর্মকর্তা সার্বক্ষণিকভাবে উপস্থিত থেকে চাল-আটা বিক্রয় কার্যক্রম তদারকি করে কোন অনিয়ম পাননি। তিনি এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষ কমমূল্যে খাদ্য কেনা থেকে যেন বঞ্চিত না হয় সেটি নিশ্চিত করতে তার প্রতিষ্ঠানের বরাদ্দ চালু করার দাবি জানান।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তাজুল ইসলাম জানান, গত ১৫ সেপ্টেম্বর রায়পাড়া ক্রস রোড এলাকার ডিলার সিয়াম এন্টারপ্রাইজের চাল-আটা বিক্রয়ের বিষয়ে কার্যক্রমে এলাকাবাসী অনিয়মের অভিযোগ দেয়। অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ডিলারের বরাদ্দ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সেই সাথে অনিয়মের বিষয়টি তদন্তের জন্য ফুলতলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তৈয়েবুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন, রায়পাড়া-মুসলমানপাড়া এলাকার বেশকিছু অসহায় হত দরিদ্র নারী-পুরুষ তার অফিসে এসে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে চাল-আটার জন্য। তাদের বিষয়ে বিবেচনায় নিয়ে আগামীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়ায় তারা ফিরে গেছেন। ওই ডিলার না হলেও অন্য ডিলারের মাধ্যমে অসহায় মানুষদের খাবারের বিষয়টিও আমাদের দেখতে হবে বলেও তিনি জানান। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

মোংলায় জোরপূর্বক ক্রয়কৃত জমি দখলের অভিযোগ

খুলনায় অনিয়মের অভিযোগে ওএমএস ডিলারের বরাদ্দ বন্ধ :

খাদ্যের দাবিতে হত দরিদ্র-ছিন্নমূল মানুষের ডিসি ফুড অফিসে অবস্থান-বিক্ষোভ

প্রকাশিত সময় : ১২:৫৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

####

খুলনা নগরীতে সরকারের দরিদ্র ও অসহায় মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় এক ওএমএস ডিলারের বরাদ্দ স্থগিত করেছে খাদ্য বিভাগ। এতে ওই এলাকার ছিন্নমূল হত দরিদ্র  ও অসহায় মানুষ কমমূল্যে চাল-আটা থেকে বঞ্চিত হচ্ছে। সোমবার বঞ্চিত হত দরিদ্র এসব মানুষ কমদামে চাল-আটা না পেয়ে খাদ্যের দাবিতে অবস্থান ও বিক্ষোভ করেছে। এদিন সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরে এসে নগরীর ২৪নং ওয়ার্ডের মুসলমান পাড়া-রায়পাড়া এলাকার অসহায় এসব মানুষ অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময়ে তারা তাদের এলাকার নিকটবর্তী ওএমএস ডিলার সিয়াম এন্টারপ্রাইজের বরাদ্দ চালু করার দাবী করেন। পরে জেলা খাদ্য নিয়ন্ত্রকের আশ্বাসে তারা এলাকায় ফিরে যায়।

খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও বিক্ষোভকারীদের সূত্রে জানা গেছে, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় নগরীতে ৯৭ জন ওএমএস ডিলার রয়েছে। এদের মধ্যে প্রতিদিন ২৪টি পয়েন্ট ২৪জন ডিলারের মাধ্যমে স্বল্পমূল্যে ছিন্নমূল হত দরিদ্র  ও অসহায় মানুষের কাছে চাল-আটা বিক্রয়ের কার্যক্রম চালু রয়েছে। গত ১৫সেপ্টেম্বর নগরীর ২৪নং ওয়ার্ডের রায়পাড়া-মুসলমানপাড়া এলাকার সিয়াম এন্টারপ্রাইজের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে খাদ্যদ্রব্য বরাদ্দ সাময়িকভাবে বন্ধ করে দেয় খাদ্য বিভাগ। সেই সাথে অনিয়মের বিষয়টি তদন্তের জন্য ফুলতলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তৈয়েবুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে। সোমবার ওই এলাকার হতদরিদ্র মানুষ চাল-আটা না পেয়ে খাদ্য অফিসে এসে বিক্ষোভ করে।

খাদ্যের দাবিতে বিক্ষোভকারী মুসলনপাড়া এলাকার আব্দুর রউফ অভিযোগ করে জানান, এখন বাজারে চাল-আটাসহ অন্যান্য খাদ্য দ্রব্যের দাম আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আমরা গরিব অসহায় মানুষ যেমন কোন কাজ পাচ্ছি না, তেমনি টাকার অভাবে বাজার থেকে খাবার-দাবার কিনতে পারছি না। যে সামান্য কিছু টাকা জোগাড় করা সম্ভব হয় তা দিয়ে কমদামে ওএমএসের চাল-আটা কিনে পরিবারসহ খেয়ে বাঁচতে পারি। কিন্তু গত তিন সপ্তাহ ধরে আমাদের এলাকার ওএমএস ডিলারের চাল-আটা বিক্রি বন্ধ রয়েছে। আজ (সোমবার) আশপাশের এলাকায় ওএমএসের চাল-আটা বিক্রি হলেও আমাদের এলাকার বেশির ভাগ মানুষ ভোর থেকে দাঁড়িয়ে থেকে ক্ষুব্ধ হয়ে ফিরে গেছে। পরে আমরা এলাকার সবাই মিলে চাল-আটার দাবিতে খাদ্য অফিসে এসেছি। আমরা চাই আমাদের এখানে কমদামে চাল আটা বিক্রির ব্যবস্থা করা হোক।

বিক্ষোভে অংশ নেয়া রায়পাড়ার শহিদুল খলিফা, আব্দুল হাকিম, মুসলমানপাড়ার খাজিরা আক্তার ও হালিমা বেগম জানান, বাজার থেকে বেশি দাম দিয়ে চাল-আটা কেনার সামর্থ্য আমাদের নেই। ওএমএসের চাল-আটার উপর আমরা পরিবারসহ নির্ভরশীল। আমরা শুনেছি আমাদের এলাকার কিছু লোক উদ্দেশ্যমূলকভাবে অভিযোগ দিয়ে এলাকার ডিলারের বরাদ্দ বন্ধ করিয়েছে। আমরা এখন বাড়ীর কাছের ডিলারের কাছ থেকে চাল-আটা কিনতে পারছি না। যে কারণে অসহায় অবস্থায় খেয়ে না খেয়ে দিনযাপন করতে হচ্ছে। দ্রুত রায়পাড়া-মুসলনমান এলাকার  ওএমএস ডিলারের বরাদ্দ চালু করে বা অন্যকোন ডিলারকে আমাদের এলাকায় নিয়োগ করে কম মূল্যে চাল-আটা বিক্রির দাবি জানান তারা।
ওএমএস ডিলার সিয়াম এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী সাবিনা ইয়াসমিন জানান, এলাকার কিছু লোক অনৈতিকভাবে সুবিধা নিতে না পারায় উদ্দেশ্যেমূলক ভাবে মৌখিক অভিযোগ করেছে। তার প্রেক্ষিতে ডিসি ফুড অফিস আমার প্রতিষ্টানকে চাল-আটা বরাদ্দ দেওয়া সাময়িকভাবে বন্ধ রেখেছে। কিন্তু ১৫সেপ্টেম্বর খাদ্য অফিসের তদারকী কর্মকর্তা সার্বক্ষণিকভাবে উপস্থিত থেকে চাল-আটা বিক্রয় কার্যক্রম তদারকি করে কোন অনিয়ম পাননি। তিনি এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষ কমমূল্যে খাদ্য কেনা থেকে যেন বঞ্চিত না হয় সেটি নিশ্চিত করতে তার প্রতিষ্ঠানের বরাদ্দ চালু করার দাবি জানান।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তাজুল ইসলাম জানান, গত ১৫ সেপ্টেম্বর রায়পাড়া ক্রস রোড এলাকার ডিলার সিয়াম এন্টারপ্রাইজের চাল-আটা বিক্রয়ের বিষয়ে কার্যক্রমে এলাকাবাসী অনিয়মের অভিযোগ দেয়। অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ডিলারের বরাদ্দ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সেই সাথে অনিয়মের বিষয়টি তদন্তের জন্য ফুলতলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তৈয়েবুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন, রায়পাড়া-মুসলমানপাড়া এলাকার বেশকিছু অসহায় হত দরিদ্র নারী-পুরুষ তার অফিসে এসে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে চাল-আটার জন্য। তাদের বিষয়ে বিবেচনায় নিয়ে আগামীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়ায় তারা ফিরে গেছেন। ওই ডিলার না হলেও অন্য ডিলারের মাধ্যমে অসহায় মানুষদের খাবারের বিষয়টিও আমাদের দেখতে হবে বলেও তিনি জানান। ##